More
    HomeখবরGovernment Employee "পুলিশ তোমার ডিএ বাকি, এই মিছিলে হাঁটবে নাকি ?”...

    Government Employee “পুলিশ তোমার ডিএ বাকি, এই মিছিলে হাঁটবে নাকি ?” – বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে আরও সুর চড়ালেন সরকারি কর্মচারীদের একাংশ।

    Today Kolkata:- বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ)-র দাবিতে আরও সুর চড়ালেন সরকারি কর্মচারীদের (Government Employee) একাংশ। পূর্ব ঘোষণা মতোই বৃহস্পতিবার সকালে হাওড়া এবং শিয়ালদহ থেকে মোট দু’টি মিছিল শহিদ মিনারের উদ্দেশে এগোতে থাকে। বকেয়া ডিএ-র দাবিতে দীর্ঘ দিন ধরেই আন্দোলন করছে সরকারি কর্মচারীদের সংগঠন যৌথ সংগ্রামী মঞ্চ। মূলত এই সংগঠনের উদ্যোগেই বৃহস্পতিবার শহিদ মিনার ময়দানে মহা সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। শহিদ মিনারমুখী দু’টি মিছিল থেকেই সরকারবিরোধী স্লোগান ওঠে। কখনও স্লোগান তুলে বলা হয়, “ডিএ দিতে না পারা সরকার, আর নেই দরকার”, কখনও বা পুলিশের কাছে গিয়ে সমস্বরে বলা হয়, “পুলিশ তোমার ডিএ বাকি, এই মিছিলে হাঁটবে নাকি ?”

    বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মিছিলের আয়তন বাড়তে থাকে। দুপুর ২টো নাগাদ দু’টি মিছিলই ধর্মতলায় পৌঁছলে তীব্র যানজট তৈরি হয়। মধ্য কলকাতায় কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যায় যান চলাচল। আন্দোলনকারী সরকারি কর্মচারীদের অবস্থানমঞ্চে এসে উপস্থিত হয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakrabarty) এবং মহম্মদ সেলিম (Mahammad Selim)। কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচীও উপস্থিত ছিলেন ওই মঞ্চে। কর্মচারীদের বকেয়া ডিএ না দিতে পারার জন্য তো বটেই , বুধবার মুখ্যমন্ত্রীর ডিএ আন্দোলনকারীদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য নিয়ে সরব হন তাঁরা।

    Government Employee “পুলিশ তোমার ডিএ বাকি, এই মিছিলে হাঁটবে নাকি ?” – বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে আরও সুর চড়ালেন সরকারি কর্মচারীদের একাংশ।

    TRP List প্রকাশ্যে টিআরপির তালিকা , উত্থান-পতনের তালিকায় কোন কোন ধারাবাহিক ? দেখুন তালিকা।

    মঞ্চে বক্তব্য রাখতে উঠে কৌস্তুভ (Kaustav Bagchi) বলেন, “এই রাজ্য সরকারের সঙ্গে কোনও রকম সহযোগিতামূলক পদক্ষেপ করা যাবে না। লাগাতার অসহযোগ আন্দোলন করতে হবে। যত দিন না দাবি আদায় হয়, তত দিন এই আন্দোলন চলবে।” যৌথ সংগ্রামী মঞ্চের তরফে তাপস চক্রবর্তী (Tapas Chaterjee) বলেন, “আমরা তিনটি দাবিতে আন্দোলন চালিয়ে যাব। এআইসিপিআই অনুযায়ী কর্মচারীদের বকেয়া ডিএ দ্রুত মিটিয়ে দিতে হবে। সমস্ত শূন্যপদে দ্রুত এবং স্থায়ী নিয়োগ করতে হবে এবং সরকারি বিভিন্ন পদে যোগ্য এবং অস্থায়ী কর্মীদের স্থায়ী পদে নিযুক্ত করতে হবে।” মুখ্যমন্ত্রীর চোর-ডাকাত মন্তব্য নিয়েও সরব হন তিনি।

    গত বুধবারই ধর্নামঞ্চ থেকে ডিএ-র দাবিতে বিক্ষোভ দেখানো রাজ্য সরকারি কর্মচারীদের ‘চোর-ডাকাত’ বলে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঞ্চে দাঁড়িয়েই বললেন, ‘‘এরা সব চিরকুটে চাকরি পেয়েছিল, সেই চোর-ডাকাতগুলোই গিয়ে বসে আছে ডিএ-র মঞ্চে।’’ এই প্রসঙ্গে আন্দোলনরত সরকারি কর্মচারীদের বক্তব্য, “আমরা দাবি আদায়ের জন্য লড়াই করছি। অথচ মুখ্যমন্ত্রী আমাদের চোর-ডাকাত বলে দেগে দিচ্ছেন।”

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments