More
    Homeঅনান্যGovt School সহকারী স্কুলের শিক্ষক, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে করছেন চুটিয়ে...

    Govt School সহকারী স্কুলের শিক্ষক, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে করছেন চুটিয়ে প্রাইভেট টিউশন।

    Today Kolkata:- দরজা খুলতেই ক্যামেরা উকি মারতেই বেরিয়ে পড়ল ঝুলি থেকে বেরাল। ঘরের মধ্যে দরজা বন্ধ করে প্রাইভেট টিউশন দিচ্ছেন বারাসাতের শিক্ষক প্রহ্লাদ আইচ। রাজ্য যখন সরকারি কিংবা সরকারি প্রসিত স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশনের উপর বহুদিন আগেই জারি হয়েছে নিষেধাজ্ঞা, ঠিক তখনই বারাসাত থেকে সরে গিয়ে নীলগঞ্জ বাড়ি ভাড়া নিয়ে চুটিয়ে প্রাইভেট টিউশন করছেন এই সরকারি স্কুলের শিক্ষক। আজ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির শিক্ষকেরা হাতেনাতে তাকে ধরলে তিনি বলছেন, আজ থেকে তিনি আর প্রাইভেট টিউশন করবেন না।

    Govt School সহকারী স্কুলের শিক্ষক, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে করছেন চুটিয়ে প্রাইভেট টিউশন।

    MORE NEWS – Decorating Craft কয়েক দফা দাবি নিয়ে সোচ্চার উত্তর ২৪ পরগনা জেলা ডেকরেটার্স সমিতি।

    Today Kolkata:- ডেকরেটিং শিল্পে (Decorating Craft) জিএসটি-র হার কমানো সহ কয়েক দফা দাবি নিয়ে সোচ্চার উত্তর ২৪ পরগনা জেলা ডেকরেটার্স(Decorating Craft) সমিতি। করোনা অতিমারির কারণে সমিতির জেলা সম্মেলন নির্ধারিত বছরে অনুষ্ঠিত হয়নি। গত রবিবার বসিরহাট মহকুমার টাকী পৌর সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হল ওই সমিতির নবম জেলা সম্মেলন। এই জেলার অন্তর্গত ৩৯টি আঞ্চলিক সমিতির প্রতিনিধিরা ছাড়াও উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত সর্বস্তরের প্রতিনিধিরা। জেলা সম্মেলনকে সাফল্যমন্ডিত করতে হাজির হয়েছিলেন রাজস্থান, উড়িষ্যা, দিল্লি, হরিয়ানা থেকে অল ইন্ডিয়া টেন্ট ডেকরেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ডঃ রবি জিন্দাল, সাধারণ সম্পাদক অনিল রাও সহ বরিষ্ঠ পদাধিকারীগণ। বিশেষ অতিথির আসন অলংকৃত করেছিলেন বসিরহাট দক্ষিণের বিধায়ক ডাঃ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, টাকী পুরসভার পুরপ্রধান সোমনাথ মুখার্জী, CONTINUE READING

    MORE NEWS – Murshidabad মুর্শিদাবাদ শহরে ক্লোরিন গ্যাসের কন্টেনার লিক করে অসুস্থ 18 জন।

    Today Kolkata:- সোমবারের দিন মুর্শিদাবাদ (Murshidabad) শহরের রেজিস্ট্রি অফিস মোড় সংলগ্ন এলাকার লালবাগ মহকুমা P.H.E. দপ্তরের একটি পরিতক্ত রিজার্ভার ভাঙ্গার কাজ চলাছিল P.H.E. দফতরের কর্মীরা তখনই অসাবধান বসত মাটির তলার ক্লোরিন গ্যাসের কন্টেনার ভেঙে যায় আর যার জেরে P.H.E. দপ্তরে কর্মরত চারজন সহ পার্শ্ববর্তী এলাকার 14 জন অসুস্থ হয়ে পড়েন, গুরুতর অসুস্থ অবস্থায় মোট 18 জনকে মুর্শিদাবাদ (Murshidabad) শহরের লালবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে, পাশাপাশি একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে লালবাগ মহাকুমা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য বহরমপুরের, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments