More
    HomeখবরGujrat road show গুজরাতে ৫০ কিলোমিটার রোড শোয়ে মোদি, ভারতীয় রাজনীতিতে নজির।

    Gujrat road show গুজরাতে ৫০ কিলোমিটার রোড শোয়ে মোদি, ভারতীয় রাজনীতিতে নজির।

    Today Kolkata:- Gujrat road show যেকোনও নির্বাচনের আগেই প্রচার কর্মসূচি শুরু করে রাজনৈতিক দলগুলি। এইসব কর্মসূচির মধ্যে প্রচারের আলো মাঝেমধ্যে লক্ষ্য করার মতো। তবে গুজরাতে ভোট প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘ রোড শো রীতিমতো তাক লাগিয়েছে দেশবাসীকে। বৃহস্পতিবার একদিনে ৫০ কিলোমিটার দীর্ঘ রোড শো ১৬টি বিধানসভা কেন্দ্রকে ছুঁয়ে দেশের রাজনীতিতে নজির তৈরি করেছে। পাশাপাশি এদিন দীনদয়াল উপাধ্যায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, সর্দার বল্লভভাই প্যাটেলদের মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী৷ গুজরাতে প্রথম দফার নির্বাচন চলাকালীনই দ্বিতীয় দফার নির্বাচনের প্রচারে অংশ নেন নরেন্দ্র মোদি। প্রথম দফার চারদিন পরই বাকি বিধানসভা আসনগুলিতে দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে।

    এর আগে ভারতীয় কোনও রাজনীতিবিদ একদিনে এত দীর্ঘ রোড শোয়ে অংশ নেননি বলেই দাবি বিজেপির৷ কূটনৈতিক মহলের একাংশের মতে, দ্বিতীয় দফার ভোটের আগে যত বেশি সম্ভব কেন্দ্রে মোদিকে হাজির করানোই বিজেপি-র লক্ষ্য৷ মূলত সেই লক্ষ্যপূরণেই এই মেগা রোড শো। এ দিন নারোদা গাম এলাকা থেকে শুরু হয় রোড শো৷ এর পর বাপুনগর, নিকোল, মনিনগর, জামালপুর খাড়িয়া, ভেজালপুর, নারনপুর, সবরমতীর মতো বিধানসভা আসনগুলি ছুঁয়ে গান্ধিনগর দক্ষিণ কেন্দ্রে গিয়ে প্রধানমন্ত্রীর রোড শো শেষ হয়। কয়েক হাজার কর্মী-সমর্থক ড্রাম বাজিয়ে, দলের পতাকা নিয়ে মিছিলে অংশ নেন অন্যদিকে, হুডখোলা গাড়িতে চেপে জনতার উদ্দেশে হাত নাড়েন প্রধানমন্ত্রী৷

    Gujrat road show গুজরাতে ৫০ কিলোমিটার রোড শোয়ে মোদি, ভারতীয় রাজনীতিতে নজির।

    কঠিন ও তরল বর্জ্যের ব্যবস্থাপনায় উদ্যোগী রাজ্য , তৈরি হচ্ছে সাড়ে তিন হাজার কোটি টাকা তহবিল

    MORE NEWS – শুভেন্দু সভাস্থলে ‘তাণ্ডব’, অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে।

    সভা শুরুর আগেই তাণ্ডব চালালো দুষ্কৃতীরা। শুক্রবার রাতে শুভেন্দুর প্রস্তাবিত সভাস্থলে চলল তাণ্ডব। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। ডায়মন্ড হারবারের লাইট হাউস ময়দানে আজ, শনিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা রয়েছে। শুক্রবার রাতে তারই প্রস্তুতি চলছিল। সেখানে সভার জন্য আনা চেয়ার সরিয়ে মঞ্চ ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। এমনকী, সেই সময় মাঠে উপস্থিত থাকা বিজেপি নেতৃত্বদের বের করে দেওয়া হয় বলে অভিযোগ। বিজেপির দাবি, মাঝরাতে ওরা মাঠে তাণ্ডব চালাতে পারে। এই আশঙ্কা করে ডেকরেটরের লোকজনও সমস্যায় পড়ে যান। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments