More
    HomeখবরGururaja Pujari এবার ভারতকে ব্রোঞ্জও দিলেন গুরুরাজা।

    Gururaja Pujari এবার ভারতকে ব্রোঞ্জও দিলেন গুরুরাজা।

    Todaykolkata:- কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনেও উচ্ছসিত ভারত। দ্বিতীয় পদক এল ভারতের ঝুলিতে। ৬১ কেজি বিভাগে পদক জয় করলেন গুরুরাজা পুজারি (Gururaja Pujari )। মোট ২৬৯ কেজি ওজন তুলে ব্রোঞ্জ জিতেছেন তিনি। এর মধ্যে স্ন্যাচে ১১৮ কেজি এবং ক্লিন ও জার্কে ১৫১ কেজি ওজন তুলেছেন তিনি। কমনওয়েলথে এই নিয়ে ভারতের ঘরে এল একটি রুপো এবং একটি ব্রোঞ্জ। প্রসঙ্গত, গত বার গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে রুপো পেয়েছিলেন পুজারি (Gururaja Pujari)। অন্যদিকে সোনা জিতেছেন মালয়েশিয়ার আজনিল বিন বিদিন মহম্মদ। তিনি ২৮৫ কেজি ওজন তুলে এই জয় হাসিল করেছেন। পাপুয়া নিউ গিনির মোরিয়া বারু ২৭৫ কেজি ওজন তুলে রুপো পেয়েছেন।

    এ দিন দুপুরে রুপো জেতেন সঙ্কেত সরগর। সোনা জয়ের সঙ্কেত দিচ্ছিলেন তিনি। প্রায় ছুঁয়েও ফেলেছিলেন বার্মিংহাম কমনওয়েলথে দেশের প্রথম সোনার পদকটা। ভাগ্য শেষ পর্যন্ত সহায় হল না তাঁর। তাই শেষ মুহূর্তে পদস্খলন। স্ন্যাচিংয়ে ১১৩ কেজি তুলে শীর্ষে থাকলেও ক্লিন এবং জার্ক বিভাগে সেই স্থান ধরে রাখতে পারলেন না। ক্লিন এবং জার্ক বিভাগে প্রথম চেষ্টায় ১৩২ কেজি তুললেও দ্বিতীয় বার ১৩৯ কেজি তুলতে গিয়ে হাতে চোট পান। চোট নিয়েই তৃতীয়বার ভার তুলতে এলেন। তবে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল তাঁকে।

    Gururaja Pujari এবার ভারতকে ব্রোঞ্জও দিলেন গুরুরাজা।

    Arpita Car Driver ‘জানতাম ম্যাডাম আর উনি ভালো বন্ধু’, মুখ খুললেন অর্পিতার গাড়ির চালক৷

    Dharna 500 days ধরনার ৫০০দিন পার, চাকরিপ্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ করবেন অভিষেক।

    MORE NEWS – গাড়িতে চড়লেই মাথা ঘোরে, বমি পায়? সমস্যা দূর করতে জেনে নিন টিপস।

    পাহাড়ি এলাকায় বেড়াতে যেতে অনেকেই পছন্দ করেন। অনেকে আবার ইচ্ছে থাকলেও যেতে পারেন না। সেক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়ায় তাঁদের কিছু শারীরিক সমস্যা। কারণ, বাস-ট্রাম-ট্যাক্সি একটু গতিতে চললেই অনেকের মাথা ঘোরে, বমি পায়। কিন্তু কেন এমন হয়? চিকিৎসকদের মতে, মানুষের শরীরের তিনটি অংশ গতি নির্ণয় করে। চোখ, অন্তঃকর্ণ ও ত্বক। এই তিনটি অংশকে বলে ‘সেনসরি রিসেপ্টর’। এরাই গতির অনুভূতি সরাসরি পাঠিয়ে দেয় আমাদের মস্তিষ্কে। এই তিন অংশের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে কোনও অসামঞ্জস্য ঘটলে তখনই ‘মোশন সিকনেস-এর সমস্যা হয়। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments