More
    Homeঅনান্যHabibpur Thana আইহো বাসস্ট্যান্ডে টোটো ও গাড়ি চালকদের সাথে যাত্রী তোলাকে...

    Habibpur Thana আইহো বাসস্ট্যান্ডে টোটো ও গাড়ি চালকদের সাথে যাত্রী তোলাকে কেন্দ্র করে বচসা।

    মালদাঃ- হবিবপুর থানার (Habibpur Thana) অন্তর্গত আইহো বাসস্ট্যান্ডে টোটো ও গাড়ি চালকদের সাথে যাত্রী তোলাকে কেন্দ্র করে বচসা গাড়ি চাকলদের অভিযোগ আইহো সিঙ্গাবাদ রুটে টোটোতে যাত্রী নিয়ে যাওয়া নিয়ম রয়েছে বাহাগোলা পর্যন্ত কিন্তু নিয়ম না মেনে টোটো নিয়ে তারা বাহাগোলা পার করে বিভিন্ন জায়গায় যাওয়া হছে বলে অভিযোগ। সিঙ্গাবাদ রুটের গাড়ি চালকেরা টোটো আটকে দেওয়া বচসা সৃষ্টি হয়। অন্য দিকে টোটো চালকদের অভিযোগ তারা নিয়ম মেনে যাত্রী তুলে যাছিলেন তাদের টোটোতে রিজার্ভ নিয়ে যাওয়া নিয়ে কারো কোন নিয়ম বাধা নেই। তার মাঝে গাড়ি চালকেরা জোর করে টোটোতে যাত্রী নিয়ে যেতে বাধা দেওয়া হয়। তার জেরে বচসার শুরু হয় গাড়ি চালক ও টোটো চালকদের সাথে। আইহো সিঙ্গাবাদ রুটে রাস্তার উপরে গাড়ি চালকেরা অটো রেখে কিছু সময়ের জন্য পথ অবোধ করে খবর পেয়ে ঘটনা স্থালে উপছায় হবিবপুর থানার পুলিশ অবশেষে সমাধানের আশ্বাস দেওয়া হলে পথ অবোধ তুলে নেওয়া হয় গাড়ি চাকদের তরফে।

    Habibpur Thana আইহো বাসস্ট্যান্ডে টোটো ও গাড়ি চালকদের সাথে যাত্রী তোলাকে কেন্দ্র করে বচসা।

    Ranji Traphi বাংলাদলে হয়ে রঞ্জিতে অসাধারণ কৃতিত্বের সাথে নজর কাড়লেন নৈহাটি আম্রপল্লী বাসিন্দা সুদীপ ঘরামি।

    Bamongola Block বামনগোলা ব্লকের হরিশঙ্করপুর থেকে নালাগোলা হয়ে অবৈধ ভাবে বালি, মাটি তুলে পাচার।

    মাধ্যমিকের রাজ্যে প্রথম দশে থাকা জেলার মোট ষোলো জন কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হলো।

    Karsiong Bazar কার্শিয়াং বাজারে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার নির্বাচনী কার্যালয় খোলা হয়েছে।

    MORE NEWS – পদুমবসান হারাধন প্রাথমিক বিদ্যালয়ে বিপর্যয় মোকাবিলা প্রশিক্ষণ ও চারা বিতরণ।

    পূর্ব মেদিনীপুর জেলার পদুমবসান (Padubasan) হারাধন প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার পালিত হল বিপর্যয় মোকাবিলা বিষয়ক প্রশিক্ষণ শিবির। উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান ড. দীপেন্দ্রনারায়ণ রায়, কাউন্সিলর গৌতম কুমার পাল, অরিন্দম অধিকারী, শেখ মুস্তাফা প্রমুখ। এদিন ছাত্র ছাত্রীদের শেখানো হয় ভূমিকম্প হলে কি করা উচিত, সাপে কামড়ালে কি করা উচিত, জলে ডুবে গেলে কি করা উচিত, কিভাবে পাকা রাস্তা পারাপার করা উচিত, আগুনে পুড়ে গেলে কি করা উচিত, কিভাবে সাবান দিয়ে হাত ধোওয়া উচিত, পরিস্কার পরিচ্ছন্ন কিভাবে রাখতে হবে নিজেকে ইত্যাদি। প্রশিক্ষণ দেন বিশিষ্ট শিক্ষক তথা বৃক্ষপ্রেমী দিলীপকুমার পাত্র। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments