More
    Homeঅনান্যHinnamonor strom ঘণ্টায় প্রায় ২৫৭ কিলোমিটার বেগ ধেয়ে আসছে হিন্নামনর, চরম সতর্কতা...

    Hinnamonor strom ঘণ্টায় প্রায় ২৫৭ কিলোমিটার বেগ ধেয়ে আসছে হিন্নামনর, চরম সতর্কতা জারি।

    Today Kolkata:- আছড়ে পড়তে চলেছে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় (Hinnamonor strom )। ঘণ্টায় ২৫৭ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড় ‘হিন্নামনর’। ইউএস জয়েন্ট টাইফুন সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে ওই ঘূর্ণিঝড় জাপান এবং দক্ষিণ কোরিয়ার দ্বীপগুলোর দিকে ধেয়ে আসছে ঘণ্টায় ২৪১ কিলোমিটার গতিবেগে। এর কেন্দ্রের আশেপাশে বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ৩১৩ কিলোমিটার। ৫০ ফুট উঁচু ঢেউ সৃষ্টি করছে।
    হিন্নামনর’ হল এই বছরের ১১তম গ্রীষ্মমন্ডলীয় ঝড়, যা টাইফুনে পরিণত হয়েছে৷ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত, হংকং আবহাওয়া দফতর জানিয়েছে, সর্বোচ্চ বা পঞ্চম স্তরের এই ঘূর্ণিঝড় জাপানের ওকিনাওয়া উপকূল থেকে প্রায় ২৩০ কিলোমিটার দূরে ছিল।

    এই ঘূর্ণিঝড়ের প্রভাবে জাপান তো বটেই হংকং-এর বিভিন্ন অঞ্চলেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। জাপান আবহাওয়া দফতর (জেএমএ)-এর পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে এই ঝড় দক্ষিণ-পশ্চিম জাপান, পূর্ব চিন এবং দক্ষিণ কোরিয়ার কিছু অংশের দিকে অগ্রসর হবে। আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, এটি শুক্রবারের মধ্যে গতি হারাবে। তবে, ঘূর্ণিঝড়টি সপ্তাহ শেষে ফের উত্তর দিকে অগ্রসর হবে। ঘূর্ণিঝড়ের সতর্কবার্তার জন্য ওকিনাওয়া অঞ্চলে ইতিমধ্যেই বিমান চলাচল ব্যাহত হয়েছে। বেশ কয়েকটি বিমান সংস্থা ইতিমধ্যেই চলতি সপ্তাহে ওই অঞ্চলে বিমান চলাচল বাতিল ঘোষণা করেছে।

    Hinnamonor strom ঘণ্টায় প্রায় ২৫৭ কিলোমিটার বেগ ধেয়ে আসছে হিন্নামনর, চরম সতর্কতা জারি।

    Durga Puja 2022 : পুজো শুরু আজ থেকেই. সবাই আনন্দ করুন’, দুর্গাপুজোর শোভাযাত্রায় ঘোষণা মমতার

    MORE NEWS – নাচব নাকি ডেকেছে বলে?’ অভিষেককে ইডির তলব শুনে প্রতিক্রিয়া অনুব্রতর।

    কিন্তু পুরনো একটি মামলায় বৃহস্পতিবার আসানসোল সংশোধনাগার থেকে বিধাননগর এমপি–এমএলএ আদালতে আনা হয় অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal)। আসার পথে স্বমেজাজে ছিলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। যা তাঁর মন্তব্য থেকে প্রমাণিত। আদালতে ঢোকার মুখে এদিন সংবাদমাধ্যম তাঁকে প্রশ্ন করে, ”অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। কী বলবেন?” প্রশ্ন শুনেই রীতিমতো রুষ্ট হন অনুব্রত। তাঁর সটান জবাব, ”নাচব? নাচব নাকি ডেকেছে বলে?” এরপরই গটগট করে আদালতে ঢুকে যান কেষ্ট। অন্যদিকে, এ দিন আসানসোল জেল থেকে কলকাতায় নিয়ে আসার সময়ই পঞ্চায়েত ভোট নিয়ে কাজের আগাম বার্তা দিলেন অনুব্রত। অনুব্রত বলেন, ‘পঞ্চায়েত ভোট ব্যাপক হবে৷ CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments