More
    Homeঅনান্যHiroshima divas হিরোশিমা দিবস, ভয়ঙ্কর এই দিনটি আজও স্মরণ করে গোটা বিশ্ব।

    Hiroshima divas হিরোশিমা দিবস, ভয়ঙ্কর এই দিনটি আজও স্মরণ করে গোটা বিশ্ব।

    Today kolkata:- স্থানীয় সময় তখন সকাল ৮টা ১৫ মিনিট। জাপানের হিরোশিমা শহরে (Hiroshima divas) পৃথিবীর ইতিহাসে প্রথম পারমাণবিক বোমা হামলা চালায় মার্কিন বাহিনী। মার্কিন বি-টুয়েন্টি নাইন বোমারু বিমান থেকে হিরোশিমায় ফেলা হয় আণবিক বোমা ‘লিটল বয়’। বোমাটি প্রায় ৫০০ মিটার উঁচুতে বিস্ফোরিত হয়। ওই নারকীয় হামলায় তাৎক্ষণিকভাবে প্রায় দেড় লাখ মানুষ নিহত হন। ওই হামলার সময় অধিকাংশ মানুষই ঘুমের মধ্যে ছিলেন। ধ্বংসযজ্ঞে পরিণত হয় একটি নগরী। পার্শ্বপ্রতিক্রিয়ায় বছর শেষে আরও ৬০ হাজার মানুষের মৃত্যু হয়। হামলায় যারা মারা যাননি, তারা বরণ করে নিয়েছে চিরপঙ্গুত্ব। মৃত্যুপুরীতে পরিণত হওয়া জাপানের হিরোশিমার পরিবেশ আজও সুস্থভাবে বেঁচে থাকার প্রতিকূল। আজ হিরোশিমা দিবসের ৭৭তম বার্ষিকী। ১৯৪৫ সালের ৬ আগস্ট পরমাণু বোমায় কেঁপে উঠেছিল জাপানের হিরোশিমা ও নাগাসাকি।

     দীর্ঘ ৭৭ বছর কেটে গেলেও আজও এখানে জন্ম নিচ্ছে বিকলাঙ্গ শিশু। ক্যানসারের মতো দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েও ভুগছে হাজারো মানুষ। হামলায় দিশেহারা হয়ে পরাজয় বরণ করে জাপান, জার্মানি ও ইতালির অক্ষশক্তি। মানবতার ইতিহাসে কলঙ্কময় এই অধ্যায়ের কথা আজও ভুলতে পারেননি জাপান তথা বিশ্ববাসীও। মূলত এই হামলার মধ্য দিয়ে সমাপ্তি হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ১৯৪৯ সালে হিরোশিমাকে ঘোষণা করা হয় শান্তির শহর। নির্মিত হয় শান্তি স্মৃতি পার্ক। প্রতিবছরই শোক আর বেদনার সঙ্গে ভয়ঙ্কর এই দিনটি স্মরণ করে বিশ্ব। সঙ্গে চলে যুদ্ধ বিরোধী প্রচার। তারপরও থেমে নেই পরমাণু অস্ত্র তৈরির প্রতিযোগিতা। বিশ্বব্যাপী আধিপত্য বিস্তারের নেশায় কথিত পরাশক্তিগুলো প্রতিপক্ষ তথা মানুষ মারার নেশায় মত্ত। আর তাই তৈরি করে চলেছে শত শত কোটি ডলারের আধুনিক মারণাস্ত্র।

    Hiroshima divas হিরোশিমা দিবস, ভয়ঙ্কর এই দিনটি আজও স্মরণ করে গোটা বিশ্ব।

    MORE NEWS – CWG2022 Dipak Puniya পাকিস্তানের ইনামকে হারিয়ে ভারতে সোনা আনলেন দীপক পুনিয়া।

    ম্যাচ শুরুর আগে স্নায়ুর চাপে বেশ ভুগছিলেন। কমনওয়েলথ গেমসে সোনা জিতে এমনটাই জানালেন কুস্তিগীর দীপক পুনিয়া। পাকিস্তানের মহম্মদ ইনাম বাটকে হারিয়ে এই জয় হাসিল করেছেন দীপক। উল্লেখ্য, ইনাম দুবার সোনা জয়ী। ২০১০ সাল ও ২০১৮ সালে সোনা জিতেছিলেন তিনি। আর এবার তাঁকে পিছনে ফেলে ভারতে ফের সোনা আনলেন দীপক। কুস্তিগীর দীপক পুনিয়া ৮৬ কেজি বিভাগে কমনওয়েলথ গেমসে ভারতের নবম সোনা জিতলেন। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments