More
    Homeঅনান্যHSRPs পুরোনো গাড়িতে বসতে চলেছে নতুন নম্বর প্লেট।

    HSRPs পুরোনো গাড়িতে বসতে চলেছে নতুন নম্বর প্লেট।

    Today kolkata:- গাড়ি চালকদের জন্য এক সুযোগ অপেক্ষা করছে। সব পুরোনো যানবাহনে নতুন নম্বর প্লেট বসানো হবে। এমনই এক অভিনব উদ্যোগ নিতে চলেছে পরিবেশ দপ্তর। যানবাহনগুলিকে জিপিএস এবং অত্যাধুনিক সিস্টেমের মাধ্যমে পর্যবেক্ষণ করার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। এই খবর জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি। এ বিষয়ে গডকরি বলেন, নতুন যানবাহনের জন্য ট্যাম্পার প্রুফ হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট (HSRPs) ব্যবহার শুরু হয়েছিল ২০১৯ থেকে। এর ফলে সরকারী সংস্থাগুলি যানবাহন সম্পর্কে সমস্ত তথ্য পেত। এবার আমরা পুরোনো গাড়িতেও একই নম্বর প্লেট দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছি।’ তিনি দাবি করেছেন, এর ফলে যানবাহন চলাচলের গতি কমবে না। তাই দূষণ কম হবে এবং সময়ও বাঁচবে। কার্যত জনগণেরই উপকার হবে। কেন্দ্রীয় সরকার শীঘ্রই দেশকে টোল প্লাজামুক্ত করতে কাজ করছে। নতুন প্রযুক্তির মাধ্যমে চালকদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা কাটা যাবে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে ভারতীয় সড়ক পরিকাঠামো হবে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো।

    HSRPs পুরোনো গাড়িতে বসতে চলেছে নতুন নম্বর প্লেট।

    Birbhum Zilla President অনুব্রত-আত্মীয়দের ১৭ কোটির ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত।

    Suvendu Adhikari “উপকুলবর্তী গ্রামগুলির চরম দুর্ভোগে থাকা মানুষদের সাহায্য করুন” শুভেন্দু।

    Lal qila প্রথমবার ভারতে তৈরি বন্দুকে স্বাধীনতা দিবসে লালকেল্লায় আনুষ্ঠানিক অভিবাদন।

    Weather Update Digha দিঘার উপকূলের গভীর নিম্নচাপের জেরে ভাসতে পারে দুই জেলা! পূর্বাভাস আবহাওয়া দফতরের।

    MORE NEWS – টেট ফেল করে চাকরি অনুব্রত কন্যার! বিস্ফোরক অভিযোগ দায়ের আদালতে।

    অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের নাম এবার জড়াল নিয়োগ কেলেঙ্কারিতে (TET)। সুকন্যা মণ্ডল টেট পাশ না করলেও প্রাইমারি স্কুলে চাকরি পেয়েছেন। আদালতে অভিযোগ করেছেন মামলাকারী সৌমেন নন্দী। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে ওঠা মামলায় এই অভিযোগ করা হয়েছে। অভিযোগ, বোলপুরের কালিকাপুরে তিনি চাকরি পেয়েছেন। কিন্ত তিনি নাকি স্কুলে যেতেন না। বাড়িতে পৌঁছে দেত রেজিস্ট্রার। তাই স্কুলে না গেলেও না কি তাঁর হাজিরা নিয়ে কোনও সমস্যা হত না। একেবারে আপ টু ডেট থাকত সুকন্যার অ্যাটেনডেন্স। মাস মাইনে বুঝে নিতেন সুকন্যা। এখানেই শেষ নয় এও দাবি, একা সুকন্যা নন। অনুব্রতর পার্সোনাল অ্যাসিস্টেন্ট অর্ক দত্তও চাকরি পেয়েছেন, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments