More
    Homeঅনান্যIncident of Theft চুরির ঘটনায় তিব্র চাঞ্চল্য ছড়ালো মালদহের বামনগোলার পাকুয়াহাট...

    Incident of Theft চুরির ঘটনায় তিব্র চাঞ্চল্য ছড়ালো মালদহের বামনগোলার পাকুয়াহাট এলাকায়।

    মালদাঃ- রবিবার ফের ভর সন্ধ্যায় চুরির ঘটনায় (Incident of Theft) তিব্র চাঞ্চল্য ছড়ালো মালদহের বামনগোলার পাকুয়াহাট এলাকায়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বামনগোলা থানার পাকুয়াহাট একাকার ডাক বাংলো পাড়ায় সোনালি বাগচীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় (Incident of Theft) তিব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন দুপুরে পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে এক আত্মীয়ের বাড়িতে যান। সন্ধায় বাড়ি ফিরে দেখেন বাড়ির তালা ভাঙা ঘরের ভিতর আলমারি জিনিস পত্র ওলোট পালোট। পুলিশে খবর দিলে বামনগোলা থানার পুলিশ ঘটনস্থলে এলে পুলিশ কে বিক্ষোভ দেখান বাসিন্দারা। নগদ ৫হাজার টাকা সহ বেশ কয়েক ভরি স্বর্ণালংকার খোয়া যায় বলে অভিযোগ।

    স্থানিয় বাসিন্দাদের অভিযোগ, গত কয়েক মাস ধরে সদর এলাকায় ১৫টির ও বেশি চুরির ঘটনা (Incident of Theft) সামনে এসেছে । সম্প্রতি গত বুধবার ভর সন্ধ্যায় পাকুয়াহাট তেল পাম্পের কাছে একটি সোনার দোকানের মালিক কে দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে কয়েক লক্ষ্য টাকা মূল্যের স্বর্ণালংকার ছিন্তাই করে চম্পট দেয় দুষ্কৃতীরা। এখনো পর্যন্ত একটি ঘটনারও কিনারা করতে পারেনি পুলিশ বলে অভিযোগ । পুলিশী নিরাপত্তা হীনতায় ভুগছে বাসিন্দারা। গত কালকের ঘিতনায় রীতিমত আরও আতঙ্ক ছড়িয়েছে।

    Incident of Theft চুরির ঘটনায় তিব্র চাঞ্চল্য ছড়ালো মালদহের বামনগোলার পাকুয়াহাট এলাকায়।

    MORE NEWS – Congress Office আগুনে ভস্মীভূত কংগ্রেস কার্যালয় সহ বেশ কয়েকটি দোকান।

    Today Kolkata:- গভীর রাতে আগুনে পুড়ে ভস্মীভূত 50 বছরের পুরনো কংগ্রেস কার্যালয় (Congress Office) সহ বেশ কয়েকটি দোকান। দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ কংগ্রেসের। ঘটনাটি ঘটেছে নদীয়ার নাকাশিপাড়া থানার বিল্লগ্রাম অঞ্চল এর যুগ পুর বাজার এলাকায়। জানা যায় 50 বছরের পুরনো নাকাশিপাড়া থানার যোধপুর বাজারে একটি কংগ্রেসের কার্যালয় (Congress Office) রয়েছে। প্রতিদিন নিয়মিত ওই কার্যালয়টি খুলে দলের বিভিন্ন কাজকর্ম নিয়ে আলোচনা করত কংগ্রেস কর্মীরা। কার্যালয় কি বাজারের মধ্যে অবস্থিত হওয়ায় তাঁর সমগ্র বেশ কয়েকটি দোকান রয়েছে। গতকাল প্রতিদিনের মতো রাত আনুমানিক 9:00 টা নাগাদ কার্যালয় বন্ধ করে বাড়ি চলে যায় কংগ্রেস নেতৃত্বরা। রাত্রি সারে বারোটা নাগাদ তাদের কাছে পুনরায় খবর আছে কার্যালয়ে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে। CONTINUE READING

    Murshidabad মুর্শিদাবাদ শহরে ক্লোরিন গ্যাসের কন্টেনার লিক করে অসুস্থ 18 জন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments