More
    Homeঅনান্যIndian comedian Raju Srivastav প্রয়াত স্ট্যান্ড-আপ কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব।

    Indian comedian Raju Srivastav প্রয়াত স্ট্যান্ড-আপ কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব।

    Today Kolkata:- চলচ্চিত্র জগতে ফের নক্ষত্রের পতন। চির বিদায় নিলেন জনপ্রিয় স্ট্যান্ড-আপ কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব (Indian comedian Raju Srivastav)। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। ১০ আগস্ট আচমকা হৃদরোগে আক্রান্ত হন তিনি। সঙ্গে সঙ্গেই তাঁকে দিল্লির এইমস-এ নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় অভিনেতাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছিল। লাইফ সাপোর্টে ছিলেন। ৪০ দিনের বেশি সময় ধরে জ্ঞান ছিল না। তাঁকে সুস্থ করার জন্য চিকিৎসকরা সব রকম চেষ্টা করেন। কিন্তু স্বাস্থ্যের ক্রমশ অবনতি হতে থাকে। হার্ট অ্যাটাকের কারণে তাঁর মস্তিষ্কের ক্ষতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

    শেষমেশ চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি দেন রাজু। ২১ সেপ্টেম্বর সকাল ১০টা ২০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করা হয়। বুধবার AIIMS-এ তাঁর পোস্টমর্টেম করা হয়। ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডাঃ সুধীর গুপ্ত বলেন, “ভার্চুয়াল অটোপসি নামে একটি নতুন কৌশলের মাধ্যমে রাজু শ্রীবাস্তবের ময়নাতদন্ত করা হয়েছে। ১৫ থেকে ২০ মিনিটের এই প্রক্রিয়াটিতে ব্যবচ্ছেদ করার প্রয়োজন নেই। তারপরে মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।” তাঁর মৃত্যুতে শোকাহত চলচ্চিত্র জগত।

    Indian comedian Raju Srivastav প্রয়াত স্ট্যান্ড-আপ কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব।

    Asha Lakrha বঙ্গ বিজেপির দায়িত্ব পাওয়ার পর রাজ্য সফরে এসেই তৃণমূল সরকারকে তোপ আশার।

    Weather update saradin সারাদিনই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবহাওয়ার ভোলবদল।

    Supreme Court of India টিভি চ্যানেলের সঞ্চালকরা তাঁদের লক্ষ্মণরেখা অতিক্রম করছেন : সুপ্রিম কোর্ট।

    MORE NEWS – “যত পারো টাচ মি…”, শুভেন্দুর মন্তব্যের খোঁচায় বেলাগাম মদন।

    ‘আমি বলি টাচ মি, টাচ মি, টাচ মি… যত পারো টাচ মি।’ এক অনুষ্ঠানে গিয়ে শুভেন্দু অধিকারীর ‘ডোন্ট টাচ মাই বডি’ মন্তব্যের প্রেক্ষিতে এইভাবেই খোঁচা দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। উল্লেখ্য, নবান্ন অভিযানের দিন ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। এক মহিলা পুলিশকর্মীর উদ্দেশে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গিয়েছিল, ‘আপনি লেডি। ডোন্ট টাচ মাই বডি।’ শুভেন্দুর এহেন মন্তব্যের প্রেক্ষিতে বিরোধীদল তীব্র কটাক্ষ করতে ছাড়েনি। বুধবার এক অনুষ্ঠানে যোগ দিয়ে বেলাগাম কটাক্ষ করেন মদন মিত্র। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments