More
    Homeঅনান্যIndian economy বৃহৎ অর্থনীতির দৌড়ে মার্কিন যুক্তরাজ্যকে পিছিয়ে পঞ্চমে ভারত।

    Indian economy বৃহৎ অর্থনীতির দৌড়ে মার্কিন যুক্তরাজ্যকে পিছিয়ে পঞ্চমে ভারত।

    Today kolkata:- ২০২১-এর শেষ ত্রৈমাসিকে কিস্তিমাত করল ভারত (Indian economy)। বিশ্বের বৃহত্তম অর্থনীতির দৌড়ে যুক্তরাজ্যকে পেছনে ফেলে ষষ্ঠস্থান থেকে পঞ্চম স্থানে উঠে আসল গঙ্গা নদীর দেশ ভারত। এর ফলে তালিকার ষষ্ঠ অবস্থানে নেমে গেছে ব্রিটিশরা। এ বিপর্যয় আগামীতে যুক্তরাজ্যের নতুন সরকার প্রধানকে আরো চাপের মধ্যে ফেলবে তা বলাই বাহুল্য।
    আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) জিডিপি পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালের শেষ তিন মাসে যুক্তরাজ্যকে ছাড়িয়ে পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে ভারত। ২০২২ সালের প্রব্রিটেনের অর্থনীতির আকার ছিল ৮১৬ ডলার। ত্রৈমাসিকের শেষ দিনে ডলারের বিনিময় হার ব্যবহার করে এটি সামঞ্জস্য করা হয়। সরকার প্রথম ত্রৈমাসিকের জিডিপি ডেটা প্রকাশ করার মাত্র দু’দিন পর এই রিপোর্ট সামনে এসেছে।

    আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে যুক্তরাজ্যের পতন দেশটির নতুন প্রধানমন্ত্রীর জন্য একটি অনাকাঙ্ক্ষিত পটভূমি সৃষ্টি করেছে। আগামী সোমবার বরিস জনসনের উত্তরসূরী বেছে নেবেন কনজারভেটিভ পার্টির সদস্যরা। এই নির্বাচনে চ্যান্সেলর ঋষি সুনাককে হারিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস জয়ী হবেন। এমনটাই মনে করা হচ্ছে। তবে চার দশকের মধ্যে দ্রুততম মূল্যস্ফীতির মুখোমুখি এবং মন্দার ক্রমবর্ধমান ঝুঁকির সম্মুখীন একটি দেশ পরিচালনার ভার নতুন প্রধানমন্ত্রীকে নিতে হবে। ব্যাংক অব ইংল্যান্ডের ধারণা, এই মন্দা অন্তত ২০২৪ সাল পর্যন্ত চলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে ভারতের অর্থনীতি এ বছর সাত শতাংশের বেশি বাড়ার সম্ভাবনা রয়েছে। শেষ তিন মাসে শেয়ারবাজার ঘুরে দাঁড়াতে দেখা গেছে এবং এমএসসিআই উদীয়মান বাজার সূচকে দ্বিতীয় স্থান দখল করেছে। এক্ষেত্রে এই মুহূর্তে চীনের পেছনেই ভারত রয়েছে।

    Indian economy বৃহৎ অর্থনীতির দৌড়ে মার্কিন যুক্তরাজ্যকে পিছিয়ে পঞ্চমে ভারত।

    Durga Puja 2022 : পুজো শুরু আজ থেকেই. সবাই আনন্দ করুন’, দুর্গাপুজোর শোভাযাত্রায় ঘোষণা মমতার

    MORE NEWS – ঘণ্টায় প্রায় ২৫৭ কিলোমিটার বেগ ধেয়ে আসছে হিন্নামনর, চরম সতর্কতা জারি।

    আছড়ে পড়তে চলেছে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় (Hinnamonor strom )। ঘণ্টায় ২৫৭ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড় ‘হিন্নামনর’। ইউএস জয়েন্ট টাইফুন সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে ওই ঘূর্ণিঝড় জাপান এবং দক্ষিণ কোরিয়ার দ্বীপগুলোর দিকে ধেয়ে আসছে ঘণ্টায় ২৪১ কিলোমিটার গতিবেগে। এর কেন্দ্রের আশেপাশে বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ৩১৩ কিলোমিটার। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments