More
    HomeখবরIndonesia Masters ডেনমার্কের রসমুস গেমকেকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেলেন ভারতীয়...

    Indonesia Masters ডেনমার্কের রসমুস গেমকেকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেলেন ভারতীয় শাটলার লক্ষ্য সেন।

    Today Kolkata:- [খেলাধুলা], জাকার্তা, ইন্দোনেশিয়া, 09/06/2022 : ইন্দোনেশিয়া মাস্টার্স 2022 টুর্নামেন্টের খেলায় রীতিমত ঝড় তুলে প্রতিপক্ষ ডেনমার্কের রসমুস গেমকেকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেলেন বিশ্বের 9 নম্বর তথা ভারতীয় শাটলার লক্ষ্য সেন। ডেনমার্কের বিরুদ্ধে আজ সেভাবে আদৌ সমস্যার সম্মুখীন হতেই হয় নি লক্ষ্য সেনকে। প্রথম ম্যাচে গেমকেকে 21-18 পয়েন্টে হারিয়ে দেন। এরপর 21-18 এবং 21-15 পয়েন্টে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করে নেন লক্ষ্য সেন। এদিকে আজ জর্জিয়ার মারিস্কা টুংজুং এর সাথে মহিলাদের সিঙ্গলস খেলতে নামবেন পি ভি সিন্ধূ। অন্যদিকে ডাবলস ম্যাচে অশ্বিনী পোন্নাপ্পা এবং সুমিত রেড্ডি খেলতে নামবেন চীনের ঝেইং সে উই এবং হুয়াঙ ইয়া কিয়াং এর বিরুদ্ধে। জিততে পারলে ভারতীয় জুটি শেষ আটে যাবে।

    Indonesia Masters ডেনমার্কের রসমুস গেমকেকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেলেন ভারতীয় শাটলার লক্ষ্য সেন।

    মায়াপুরে ঘুরতে এসে ভাগীরথী নদীতে স্নান করতে নেমে সতেরো বছর বয়সী এক কিশোরী নিখোঁজ।

    MORE NEWS – দুদিনের বঙ্গ সফরে রাজ্য বিজেপির নেতৃত্বদের সঙ্গে বৈঠক করেন জে পি নাড্ডা।

    আজ দুদিনের বঙ্গ সফরে সকালে রাজ্য বিজেপির নেতৃত্বদের সঙ্গে বৈঠক করেন জে পি নাড্ডা (J.P. Nadda)। এরপর সাড়ে ১০টা নাগাদ চুচুড়ার উদ্দেশ্যে রওনা হন তিনি। রাজ্যে বিজেপির ভাঙন রোধে এবং বিজেপি কর্মী সমর্থকদের উদজিবিত করতে জে পি নাড্ডার বঙ্গ সফর গুরুত্বপূর্ন বলেই মত রাজনৈতিক মহলের। জে পি নাড্ডার সঙ্গে আজ রাজ্যের বিজেপি নেতৃত্বের গুরুত্বপূর্ন মিটিং ছিল আজকে বলে বৈঠক শেষে বেরিয়ে জানালেন সৌমিত্র খাঁ। CONTINUE READING

    MORE NEWS – আইহো বাসস্ট্যান্ডে টোটো ও গাড়ি চালকদের সাথে যাত্রী তোলাকে কেন্দ্র করে বচসা।

    হবিবপুর থানার (Habibpur Thana) অন্তর্গত আইহো বাসস্ট্যান্ডে টোটো ও গাড়ি চালকদের সাথে যাত্রী তোলাকে কেন্দ্র করে বচসা গাড়ি চাকলদের অভিযোগ আইহো সিঙ্গাবাদ রুটে টোটোতে যাত্রী নিয়ে যাওয়া নিয়ম রয়েছে বাহাগোলা পর্যন্ত কিন্তু নিয়ম না মেনে টোটো নিয়ে তারা বাহাগোলা পার করে বিভিন্ন জায়গায় যাওয়া হছে বলে অভিযোগ। সিঙ্গাবাদ রুটের গাড়ি চালকেরা টোটো আটকে দেওয়া বচসা সৃষ্টি হয়। অন্য দিকে টোটো চালকদের অভিযোগ তারা নিয়ম মেনে যাত্রী তুলে যাছিলেন তাদের টোটোতে রিজার্ভ নিয়ে যাওয়া নিয়ে কারো কোন নিয়ম বাধা নেই। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments