More
    HomeখবরInternational Anti Drug Day আজ ন্যাশনাল অ্যান্টি ড্রাগ ডে।

    International Anti Drug Day আজ ন্যাশনাল অ্যান্টি ড্রাগ ডে।

    Today Kolkata:- আজ ন্যাশনাল অ্যান্টি ড্রাগ ডে (International Anti Drug Day)। সেই উপলক্ষ্যে খড়্গপুর স্টেশনে জিআরপি র পক্ষ থেকে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হল আজ। পাশাপাশি পথনাটিকার মাধ্যমে মানুষকে সচেতনতার বার্তা দেওয়া হয় এদিন এই কর্মসূচির মাধ্যমে।এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খড়্গপুর জিআরপি পুলিশের আধিকারিক এবং কর্মীরা। অন্যদিকে খড়্গপুর টাউন থানার উদ্যোগে পালন করা হল বিশ্ব মাদক দিবস। উক্ত কর্মসূচির অঙ্গ হিসাবে খড়্গপুর গোল বাজার মুসলিম চক থেকে খড়্গপুর বাসস্ট্যান্ড পর্যন্ত একটি মিছিল সংঘটিত করে তারা। থানা এলাকার বিভিন্ন বিদ্যালয়ের কচিকাঁচা ছাত্রছাত্রী এবং পুলিশকর্মীরা এই মিছিলে অংশগ্রহণ করে।

    নেশার ক্ষতিকর দিকগুলি তুলে ধরে মানুষকে সচেতনতার বার্তা দেওয়া হয় এদিন। পাশাপাশি বিশ্ব মাদক দিবস পালন করল নারায়ণগড় থানার পুলিশ প্রশাসন। আজ থানা এলাকার চাতুরিভাড়া থেকে থানা পর্যন্ত একটি মিছিল সংঘটিত করে তারা। নারায়ণগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক আনিসুর রহমান সহ পুরুষ ও মহিলা সিভিক এবং পুলিশকর্মীরা এই মিছিলে অংশগ্রহণ করে। সাধারণ মানুষকে মাদকদ্রব্য সম্পর্কে সচেতনতার বার্তা দিতে এই মিছিলের আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

    International Anti Drug Day আজ ন্যাশনাল অ্যান্টি ড্রাগ ডে।

    MORE NEWS – ইকোপার্কে প্রাতঃভ্রমণে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের কথোপকথন।

    বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের বিজেপি সাংসদ Dilip Ghosh শনিবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মনোনয়ন জমা দিয়েছেন রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মু তিনি ফোন করেছেন সোনিয়া গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে এই প্রসঙ্গে (Dilip Ghosh) তিনি বলেন.. একটা পরম্পরায় আছেন যিনি রাষ্ট্রপতি দ্বারা সর্বসম্মতিতে হোক রাষ্ট্রপতি প্রার্থী নির্বাচন তিনি এনডিএ বড় জোটের প্রার্থী তিনি সবার কাছে আবেদন করছেন আপনারা সর্বসম্মতভাবে আমাকে ভোট দিন জেতানো। উনি তার তরফ থেকে প্রচার করেছেন হয়তো অন্য রাজ্য যেতে পারেন প্রচার করতে সেই কাজ উনি করেছেন বাকি যারা আছেন অন্য পার্টির, তারা বিচার বিবেচনা করবেন। CONTINUE READING

    MORE NEWS – পুরসভার উদাসীনতায় পৌরসভার জল পরিষেবার গাড়ি এবং শ্মশানে যাওয়ার প্রধান রাস্তা আটকে বিক্ষোভ এলাকাবাসীর।

    নদীয়ার শান্তিপুর (Nadia Shantipur) শহরের 16 নম্বর ওয়ার্ড এবং 24 নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে মতিগঞ্জ থেকে শ্মশান ঘাট যাওয়ার প্রধান রাস্তা । এই রাস্তায় পৌরসভার জরুরী কালীন পরিষেবা জলের গাড়ি আটকে রাস্তা অবরোধ করে দীর্ঘ কয়েক ঘন্টা ধরে বিক্ষোভ চালান এলাকাবাসী। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments