More
    HomeখবরIPL আইপিএল শুরুর আগেই ধাক্কা RCB শিবিরে , গোড়ালির চোটের কারণে এই...

    IPL আইপিএল শুরুর আগেই ধাক্কা RCB শিবিরে , গোড়ালির চোটের কারণে এই ক্রিকেটারকে পাবে না কোহলিরা।

    Today Kolkata:- IPL ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কোন বারেই ভালো কাটে না বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore)। চলতি সংস্করণ আইপিএল শুরুর আগে আবার ধাক্কা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবিরে। চোটের জন্য প্রতিযোগিতার প্রথম দিকের বেশ কিছু ম্যাচে এক ব্যাটারকে পাবেন না বিরাট কোহলিরা। আপাতত তিনি রয়েছেন বেঙ্গালুরুর ন্যশানাল ক্রিকেট অ্যাকাডেমিতে (National Cricket Academy)।
    সূত্রের খবর, এনসিএ’র চিকিৎসকরা সবুজ সঙ্কেত দিলে আরসিবি শিবিরে যোগ দিতে পারবেন রজত পতিদার (Rajat Patidar)। গত আইপিএলে বেঙ্গালুরুর হয়ে একাধিক ম্যাচে ব্যাট হাতে আগ্রাসী ভূমিকা নিয়েছিলেন ২৯ বছরের এই ব্যাটার। গোড়ালির চোটে ভুগছেন পতিদার। তাঁকে আরও তিন সপ্তাহ বিশ্রামে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৪ এপ্রিল তাঁর চোটের জায়গার এমআরআই (MRI) করা হবে। সেই রিপোর্ট দেখে চিকিৎসকরা জানাবেন, কবে তিনি মাঠে ফিরতে পারবেন। আরসিবির শিবিরে যোগ দেওয়ার কয়েক দিন আগে চোট পেয়েছিলেন পতিদার। মনে করা হয়েছিল আইপিএলের দ্বিতীয় সপ্তাহ থেকে তিনি দলের সঙ্গে যোগ দিতে পারবেন। কিন্তু পতিদারের চোট ঠিক না হওয়া চিন্তায় রেখেছে বেঙ্গালুরুকে। দলের ব্যাটিং অর্ডার নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজির ডিরেক্টর অফ ক্রিকেট মাইক হেসনকে (Maik Hesson)। ফাফ ডু’প্লেসির সঙ্গে কোহলিকে (Virat Kohli) হয়তো ওপেন করতে দেখা যাবে না। তিনি খেলতে পারেন তিন নম্বরে। ডু’প্লেসির (Fuf Du Plessis) সঙ্গে শুরুতে নামতে পারেন ফিন অ্যালেন অথবা অনুজ রাওয়াত।

    IPL আইপিএল শুরুর আগেই ধাক্কা RCB শিবিরে , গোড়ালির চোটের কারণে এই ক্রিকেটারকে পাবে না কোহলিরা।

    MORE NEWS – এবার ঘরে বসেই মিলবে মেট্রোর টিকিট , ইস্ট-ওয়েস্ট মেট্রোতে পরীক্ষামূলকভাবে চালু QR Code পরিষেবা। এবার ঘরে বসে মিলবে মেট্রোর টিকিট৷ দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া অবধি কিউ আর কোড (QR CODE) চালু হচ্ছে। এএফসি গেটে সফটওয়্যার ডেভলপমেন্ট কাজ শুরু। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোতে পরীক্ষামূলকভাবে চালু হয়ে গেল কিউ আর কোড পরিষেবা। এবার থেকে বাড়িতে বসেই কাটা যাবে এই পথের টিকিট। মেট্রো রেল সূত্রে খবর, এবার থেকে বাড়িতে বসেই কেটে ফেলা যাবে মেট্রোর (Kolkata Metro) টিকিট। তবে তার আগে মেট্রো রাইড কলকাতা অ্যাপ ডাউনলোড করতে হবে। সেখানে লিখতে হবে, CONTINUE READING
    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments

    AI Calculator

    Calculate Facebook Earning and calculate EMI for loans, or compute GST.


    This will close in 20 seconds