এ বছরের আইপিএল-এর জন্যও দীনেশ কার্তিককে দলে রেখে দিল কলকাতা নাইট রাইডার্স৷ দলে রেখে দেওয়া হয়েছে অজি তারকা প্যাট কামিন্সকেও৷ বলা ভাল, দলের নামী তারকাদের প্রত্যেককেই ধরে রেখেছে কেকেআর৷
যে পাঁচ জন ক্রিকেটারকে ছেড়ে দেওয়া হয়েছে, তাঁরা হলেন এম সিদ্ধার্থ, নিখিল নায়েক, সিদ্ধার্থ লাড, ক্রিস গ্রিন এবং টম ব্যান্টন৷
২০২১-এর আইপিএলে কেকেআর দলের অধিনায়ক হিসেবে থাকছে অইন মরগ্যান৷ কলকাতার হয়েই মাঠে নামবেন দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, কমলেশ নাগারকোটি, কুলদীপ যাদব, সুনীল নারিন, বরুণ চক্রবর্তীদের৷
শেষ আইপিএলে দীনেশ কার্তিকের ফর্ম নিয়ে বার বার প্রশ্ন ওঠে৷ টুর্নামেন্টের মাঝেই তাঁকে সরিয়ে দলের অধিনায়ক করা হয় মরগ্যানকে৷ ফলে এবারের আইপিএলে তাঁকে কেকেআর ধরে রাখবে কি না, তা নিয়ে সংশয় ছিল৷
২০২১-এর আইপিএলে কেকেআর দলের অধিনায়ক হিসেবে থাকছে অইন মরগ্যান৷ কলকাতার হয়েই মাঠে নামবেন দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, কমলেশ নাগারকোটি, কুলদীপ যাদব, সুনীল নারিন, বরুণ চক্রবর্তীদের৷
অন্যদিকে বড় চমক থাকছে রাজস্থান রয়্যালস দলেও৷ অজি তারকা এবং এতদিন দলের অধিনায়ক স্টিভ স্মিথকে ছেড়ে দিয়েছে রাজস্থান৷ দলের নতুন অধিনায়ক হিসেবে সঞ্জু স্যামসনের নাম ঘোষণা করে দেওয়া হয়েছে৷
আইপিএলে আর এক ব্যর্থ দল কিংগস ইলেভেন পঞ্জাবও অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েলকে ছেড়ে দিয়েছে৷ গত আইপিএলে নিজের ফর্মের ধারেকাছে ছিলেন না ম্যাক্সওয়েল৷ তবে এ বছরও ক্রিস গেইলকে দলে রেখে দিয়েছে পঞ্জাব৷
মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দিয়েছে লসিথ মালিঙ্গাকে৷ গত আইপিএলে খেলেননি মালিঙ্গা৷ ছেড়ে দেওয়া হয়েছে পেসার জেমস প্যাটিনসন, মিচ ম্যাককেনেঘনদের৷
মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দিয়েছে লসিথ মালিঙ্গাকে৷ গত আইপিএলে খেলেননি মালিঙ্গা৷ ছেড়ে দেওয়া হয়েছে পেসার জেমস প্যাটিনসন, মিচ ম্যাককেনেঘনদের৷