More
    HomeখবরIPL2022 , পঞ্চদশ IPL আগামীকাল শুরু হচ্ছে।

    IPL2022 , পঞ্চদশ IPL আগামীকাল শুরু হচ্ছে।

    Today Kolkata:- পঞ্চদশ IPL আগামীকাল শুরু হচ্ছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস, রানার্স কলকাতা নাইট রাইডার্স এর মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি নেতৃত্ব ছেড়ে দেওয়ায় রবীন্দ্র জাদেজা দলের নতুন অধিনায়ক হয়েছেন। কে.কে.আরের নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার। এবার দশটি দল দুটি বিভাগে অংশ নিচ্ছে। গ্রুপের প্রতিটি দল পরস্পরের বিরুদ্ধে দু’বার করে খেলবে এবং অপর গ্রুপের একটি দলের সঙ্গে দু’বার বাকিদের সঙ্গে এক’বার করে খেলবে। এবার দু’টি নতুন দল গুজরাট টাইটান্স ও লখনৌ সুপার জায়ান্টস অংশ নিচ্ছে। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় এবার IPL এ দর্শকদের প্রবেশাধিকার থাকছে। ফাইনাল হবে ২৯শে মে।

    IPL2022 , পঞ্চদশ IPL আগামীকাল শুরু হচ্ছে।

    MORE NEWS – চিকিৎসারত অবস্থায় রহস্যজনকভাবে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে নিখোঁজ হল এক রোগী।

    মালদা, ২৪ মার্চ:- চিকিৎসারত অবস্থায় রহস্যজনকভাবে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে নিখোঁজ হল এক রোগী। আর এই ঘটনায় মেডিকেল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ফের উদাসীনতার অভিযোগ তুলেছেন রোগীর পরিবার। বুধবার রাতে ওই রোগীকে ছুটি নিতে এসে পরিবারের সদস্যরা তাকে খুঁজে পান নি মেডিকেল কলেজে বলে অভিযোগ। এরপর গোটা বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ রোগীর নাম মিঠুন দাস (৪০)। তার বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার কুশিদা এলাকায়। গত সপ্তাহের শুক্রবার দেব দোলের দিন বেআইনি মদ বিক্রির অভিযোগে মিঠুন দাসকে গ্রেপ্তার করেছিল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এরপর সোমবার পুলিশি হেফাজতে থাকাকালিন অসুস্থ হয়ে পরে ওই রোগী যদিও ওই দিনই জামিন পেয়ে যায় মিঠুন দাস। কিন্তু সেই সময় পুলিশের হেফাজতে থাকলেও চরম অসুস্থ হয়ে পড়ে মিঠুন দাস। পরে ওই রোগীকে মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা করে সংশ্লিষ্ট থানার পুলিশ। CONTINUE READING

    অসুস্থ্য রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট মহড়া স্বামী স্মরনানন্দজি। কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

    গোপীবল্লভপুরে দলীয় কর্মসূচিতে এসে বিক্ষোভের মুখে পড়লেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

    মালদার চাঁচল বিধানসভার বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কর্মীদের নাম রিমুভ করা নিয়ে প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল।

    জয়পুরের জঙ্গলে এক দাতালের আগমণ, আতঙ্কে কৃষকরা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments