More
    HomeখবরJ.P. Nadda দুদিনের বঙ্গ সফরে রাজ্য বিজেপির নেতৃত্বদের সঙ্গে বৈঠক...

    J.P. Nadda দুদিনের বঙ্গ সফরে রাজ্য বিজেপির নেতৃত্বদের সঙ্গে বৈঠক করেন জে পি নাড্ডা।

    Today Kolkata:- আজ দুদিনের বঙ্গ সফরে সকালে রাজ্য বিজেপির নেতৃত্বদের সঙ্গে বৈঠক করেন জে পি নাড্ডা (J.P. Nadda)। এরপর সাড়ে ১০টা নাগাদ চুচুড়ার উদ্দেশ্যে রওনা হন তিনি। রাজ্যে বিজেপির ভাঙন রোধে এবং বিজেপি কর্মী সমর্থকদের উদজিবিত করতে জে পি নাড্ডার বঙ্গ সফর গুরুত্বপূর্ন বলেই মত রাজনৈতিক মহলের। জে পি নাড্ডার সঙ্গে আজ রাজ্যের বিজেপি নেতৃত্বের গুরুত্বপূর্ন মিটিং ছিল আজকে বলে বৈঠক শেষে বেরিয়ে জানালেন সৌমিত্র খাঁ। ২০২৪ সালের লোকসভা নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচন কিভাবে হবে সেই বিষয়ে জে পি নাড্ডার মার্গ দর্শনে পালন করা হবে বলে জানান তিনি।

    J.P. Nadda দুদিনের বঙ্গ সফরে রাজ্য বিজেপির নেতৃত্বদের সঙ্গে বৈঠক করেন জে পি নাড্ডা।

    কেন্দ্রের জন বিরোধী নীতির প্রতিবাদে, কালিয়াচক ২ ব্লক তৃনমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিল।

    Habibpur Thana আইহো বাসস্ট্যান্ডে টোটো ও গাড়ি চালকদের সাথে যাত্রী তোলাকে কেন্দ্র করে বচসা।

    Ranji Traphi বাংলাদলে হয়ে রঞ্জিতে অসাধারণ কৃতিত্বের সাথে নজর কাড়লেন নৈহাটি আম্রপল্লী বাসিন্দা সুদীপ ঘরামি।

    MORE NEWS – পদুমবসান হারাধন প্রাথমিক বিদ্যালয়ে বিপর্যয় মোকাবিলা প্রশিক্ষণ ও চারা বিতরণ।

    পূর্ব মেদিনীপুর জেলার পদুমবসান (Padubasan) হারাধন প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার পালিত হল বিপর্যয় মোকাবিলা বিষয়ক প্রশিক্ষণ শিবির। উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান ড. দীপেন্দ্রনারায়ণ রায়, কাউন্সিলর গৌতম কুমার পাল, অরিন্দম অধিকারী, শেখ মুস্তাফা প্রমুখ। এদিন ছাত্র ছাত্রীদের শেখানো হয় ভূমিকম্প হলে কি করা উচিত, সাপে কামড়ালে কি করা উচিত, জলে ডুবে গেলে কি করা উচিত, কিভাবে পাকা রাস্তা পারাপার করা উচিত, আগুনে পুড়ে গেলে কি করা উচিত, কিভাবে সাবান দিয়ে হাত ধোওয়া উচিত, CONTINUE READING

    MORE NEWS – খাদ্য সুরক্ষা দিবস পালিত হল দিঘায়।

    খাদ্য সুরক্ষা দিবস পালিত (Khadya Surakkha Dibas) হল দিঘায়। রামনগর ১ ব্লক প্রশাসন এবং দিঘা ও দিঘা মোহনা কোস্টাল থানার যৌথ উদ্যোগে মঙ্গলবার সকালে সৈকত পরিক্রমা করে সচেতনতা মিছিল। তাতে অংশগ্রহণ করেন নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার অধীনে থাকা খাদ্য সুরক্ষা দপ্তরের অধিকারিকগণ এবং ব্লকের বিডিও বিষ্ণুপদ রায় ও সংশ্লিস্ট দুই থানার কর্মীরা।ওল্ড দিঘা থেকে শুরু হয়ে গোটা সৈকত সরণি পরিক্রমা করে মিছিল শেষ হয় নিউ দিঘায়। খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা পুলিশ নিয়ে সৈকতের বেশ কয়েকটি দোকান, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments