More
    Homeঅনান্যJorhat Runway জোরহাটে রানওয়ে থেকে পিছলে গেল ইন্ডিগো-র কলকাতাগামী বিমানের চাকা, রক্ষা...

    Jorhat Runway জোরহাটে রানওয়ে থেকে পিছলে গেল ইন্ডিগো-র কলকাতাগামী বিমানের চাকা, রক্ষা পেলেন যাত্রীরা।

    Today Kolkata:- ফের বিপত্তি ইন্ডিগোর বিমানে। এবার ঘটনাটি ঘটেছে অসমের জোরহাট বিমানবন্দরে (Jorhat Runway)। কলকাতাগামী একটি বিমান জোরহাট বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে গেল। প্রায় ছয় ঘণ্টা ধরে চেষ্টার পরও যান্ত্রিক ত্রুটি ঠিক করা সম্ভব হয়নি। শেষমেশ বিমানটি বাতিল করতে হয়। যাত্রীরা সবাই সুস্থ ও সুরক্ষিত রয়েছেন বলে জানিয়েছে উড়ান সংস্থা। জানা গিয়েছে, বুধবার দুপুর ২.২০ মিনিটে জোরহাট থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় ইন্ডিগো-র বিমানটি৷ রানওয়ে ধরে কিছু এগোতেই পিছলে যায় বিমানের চাকা৷ পাশের কাদামাটিতে আটকে যায় বিমানের চাকা৷ আচমকা ঝাঁকুনি দিয়ে বিমান থেমে যায়। মুহূর্তেই আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে৷ যদিও তাঁদের শান্ত করেন বিমানকর্মীরা৷ অনেক চেষ্টা করেও বিমানটির চাকা কাদা থেকে তোলা সম্ভব হয়নি৷ তবে সাবধানে যাত্রীদের নামিয়ে আনা হয় বিমান থেকে৷ তবে এই ঘটনায় কোনও যাত্রীর আঘাত লাগেনি৷ তাঁদের ওয়েটিং রুমে নিয়ে যাওয়া হয়৷ শেষ পর্যন্ত রাত ৮.১৫ মিনিট নাগাদ বিমানটি বাতিল করা হয়৷।

    Jorhat Runway জোরহাটে রানওয়ে থেকে পিছলে গেল ইন্ডিগো-র কলকাতাগামী বিমানের চাকা, রক্ষা পেলেন যাত্রীরা।

    MORE NEWS – ধরনার ৫০০দিন পার, চাকরিপ্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ করবেন অভিষেক।

    Dharna 500 days এসএসসি দুর্নীতি  কাণ্ডে বর্তমানে তোলপাড় রাজ্য রাজনীতি। এই আবহেই এবার রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে  দেখা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, শুক্রবারই নিজের ক্যামাক স্ট্রিটের দফতরে আন্দোলনকারীদের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করবেন তিনি। বিকেল সাড়ে তিনটে নাগাদ সাক্ষাৎ হওয়ার কথা। শহিদুল্লাহ নামে আন্দোলনকারী দলের এক প্রতিনিধির সঙ্গে কথা বলেন অভিষেক। এদিকে প্রাক্তন শিক্ষামন্ত্রীর গ্রেপ্তারি, কোটি কোটি টাকা উদ্ধার, CONTINUE READING

    MORE NEWS – নোট বাতিলের পরও এত কালো টাকার দায় অর্পিতার মতো কেন্দ্রেরও, অভিষেক।

    এসএসসি দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এরপর বৃহস্পতিবার প্রথমে মন্ত্রিসভা থেকে অপসারণ করা হয় পার্থকে। এদিনই বিকেলে তৃণমূল ভবনে বৈঠক করে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Avishek Banerjee)। বৈঠক থেকে তিনি ঘোষণা করেন, ”আজ বৈঠকে দলের শৃঙ্খলারক্ষা কমিটির সবার সঙ্গে আলোচনা করা হয়েছে। দলের সব পদ থেকে সাসপেন্ড করা হল পার্থ চট্টোপাধ্যায়কে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments