More
    Homeঅনান্যJustice Avijit Gangopadhyay দুর্নীতি করে চাকরিতে ঢুকেছে প্রত্যেকের চাকরি যাবে", কড়া হুঁশিয়ারি...

    Justice Avijit Gangopadhyay দুর্নীতি করে চাকরিতে ঢুকেছে প্রত্যেকের চাকরি যাবে”, কড়া হুঁশিয়ারি বিচারপতির।

    Today Kolkata:- ‘যারা অসৎ উপায়ে চাকরি পেয়েছে, তাদের ধরতে পারলেই প্রত্যেকের চাকরি যাবে।” এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে এসে এমনই হুঁশিয়ারি দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Avijit Gangopadhyay)।তাঁর কথায়, ‘দুর্নীতি প্রমাণ হলে চাকরি যাবেই। যাদের নিয়োগ এখন প্রশ্নের মুখে, তারা যেন কোনওভাবেই নিশ্চিন্তে না থাকেন।’ উল্লেখ্য, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একের পর এক নির্দেশে তোলপাড় রাজ্য রাজনীতি। নিয়োগ দুর্নীতির তদন্তে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫০ কোটি টাকা। নিয়োগ দুর্নীতি মামলায় ইডি গ্রেফতার করেছে পার্থ চট্টোপাধ্যায়কে।

    Justice Avijit Gangopadhyay দুর্নীতি করে চাকরিতে ঢুকেছে প্রত্যেকের চাকরি যাবে", কড়া হুঁশিয়ারি বিচারপতির।

    DA Mamla ডিএ রায়ের পুনর্বিবেচনার আবেদন জানিয়ে ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য।

    এর পাশাপাশি শিক্ষা দফতরের একাধিক কর্তাকেও গ্রেফতার করা হয়েছে। এমন পরিস্থিতিতে এই প্রথম কোনও সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একইসঙ্গে আক্ষেপের সুরে তিনি বলেন, “যারা দুর্নীতি করে ঢুকেছে তারা বাচ্চাদের কী মূল্যবোধ শেখাবে! টুকতে শেখাবে!” এর পাশাপাশি ক্ষোভের এও বলেন, ‘স্কুলে নিয়োগে মুড়ি-মুড়কির মতো দুর্নীতি হয়েছে। তাই মুড়ি-মুড়কির মতো সিবিআই তদন্তের নির্দেশ দিতে হয়েছে।

    Justice Avijit Gangopadhyay দুর্নীতি করে চাকরিতে ঢুকেছে প্রত্যেকের চাকরি যাবে”, কড়া হুঁশিয়ারি বিচারপতির।

    Weather update saradin সারাদিনই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবহাওয়ার ভোলবদল।

    CM Mamata Banerjee আমি বিশ্বাস করি না এটা নরেন্দ্র মোদী করেছেন’, বিধানসভায় প্রধানমন্ত্রীর প্রশংসা মুখ্যমন্ত্রী মমতার মুখে।

    Purba Medinipur Administrative meeting উদ্বোধন ও শিলান্যাসের বন্যা, নজরে আজকের পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক।

    Anubrata Mandal নাচব নাকি ডেকেছে বলে?’ অভিষেককে ইডির তলব শুনে প্রতিক্রিয়া অনুব্রতর।

    Deed “nakal” পার্থর কাছ থেকে উদ্ধার হওয়া সব ডিড নকল, দাবি প্রাক্তন মন্ত্রীর আইনজীবীর।

    MORE NEWS – বিধানসভাতেও কেষ্টচর্চায় মমতা।

    কখনও বেহালা ম্যান্টনে, তো কখনও আবার দলীয় সভায়। এবার সোমবার বিধানসভার (Assembly) অন্দরে অধিবেশন চলাকালীনও উঠে এল অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ। গরু পাচারের অভিযোগে সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। কিন্তু অনুব্রত মণ্ডলের ব্যাপারে দল এখনও নমনীয়। এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও একাধিকবার অনুব্রত মণ্ডলের প্রশংসা করতে শোনা গিয়েছে। প্রসঙ্গত, সোমবার বিধানসভার অধিবেশনে কেন্দ্রীয় এজেন্সির ‘অতি সক্রিয়তা’ নিয়ে নিন্দায় সরব হয় শাসকদল তৃণমূল কংগ্রেস। এদিন বিধানসভার কক্ষে এই ইস্যুতেই ঝড় তোলে ঘাসফুল শিবির। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কথায় বুঝিয়ে দিয়েছেন, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments