More
    Homeঅনান্যKolkata গঙ্গার নীচে ফের তৈরি হতে চলেছে সুড়ঙ্গ চমক কলকাতায়।

    Kolkata গঙ্গার নীচে ফের তৈরি হতে চলেছে সুড়ঙ্গ চমক কলকাতায়।

    Today Kolkata:- Kolkata শুধু রেলপথই নয়, এবার গঙ্গার তলায় নির্মিত হতে চলেছে সড়কপথও। এবার ছয় লেনের সুড়ঙ্গ দিয়ে ছুটবে পণ্যবাহী গাড়ি। শীঘ্রই ইস্ট-ওয়েস্ট মেট্রোর গঙ্গার নীচের সুড়ঙ্গের মতো ফের একটি সুড়ঙ্গ হতে চলেছে কলকাতায়।খিদিরপুর থেকে হাওড়া পর্যন্ত তৈরি করা হবে এই টানেল। প্রায় ৮০০ মিটার লম্বা হবে এই সুড়ঙ্গ। মূলত কলকাতা ও হাওড়ার যানজট কাটাতে এই উদ্যোগ বলে জানা গিয়েছে। একই সঙ্গে তৈরি হতে চলেছে ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট বা ডিপিআর। জানা যায়, একটি আন্তর্জাতিক মানের সংস্থা এই ডিপিআর তৈরি করবে। কিন্ত কলকাতায় কোথায় হবে এই সুড়ঙ্গ পথ?সংযোগকারী রাস্তাই বা ঠিক কোথায় হবে? এ বিষয়ে বন্দর চেয়ারম্যান বিনীত কুমার বলেন, ‘কলকাতা ও হাওড়া শহর এবং পাশ্ববর্তী এলাকা যানজটমুক্ত করতে এই টানেল তৈরির পরিকল্পনা করা হয়েছে। এটি যথেষ্ট কার্যকরী হবে বলে মনে করা হচ্ছে। তবে টানেল কোথায় হবে ও কোন দু’টি অংশকে যুক্ত করবে তা সমীক্ষা ও ডিপিআর-এ উঠে আসবে।

    Kolkata গঙ্গার নীচে ফের তৈরি হতে চলেছে সুড়ঙ্গ চমক কলকাতায়।

    Kabi Subhash Metro station কবি সুভাষ স্টেশনের প্ল্যাটফর্মে বদল, ডাউন লাইনেই ছাড়বে দমদম ও দক্ষিণেশ্বরগামী মেট্রো।

    Weather Update Dakkhinbanga উত্তরে মেঘলা আকাশ, দক্ষিণে অস্বস্তির পূর্বাভাস আবহাওয়া দফতরের।

    Dilip Ghosh কার সিবিআই জানি না, পাবলিকের টাকায় চলছে’, বিস্ফোরক মন্তব্য দিলীপের।

    উল্লেখ্য, খিদিরপুর ডক ও নেতাজি সুভাষ ডক দিয়ে প্রতিদিন বহু ট্রাক ও কন্টেনার যাতায়াত করে। এরমধ্যে বেশিরভাগ ট্রাক আসে দ্বিতীয় হুগলি সেতু ধরে। যার জেরে কোনা এক্সপ্রেসওয়ে, সাঁতরাগাছি এবং অন্যদিকে ডানলপ, বিমানবন্দর-সহ একটা বড় অংশে ব্যাপক যানজট তৈরি হয়। ট্রাফিক নিয়ন্ত্রণ করা হলেও, যানজট নিয়ন্ত্রিত হয়নি। এর ফলে প্রায়শই চরম সমস্যা দেখা দেয়। কিন্তু এই সুরঙ্গ পথ তৈরি হলে যানজটের সমস্যা থেকে অনেকটাই রেহাই মিলবে। এমনই আশাবাদী বন্দরের আধিকারিকরা। আগামী দিনে ভরসা হতে চলেছে সুড়ঙ্গ। জানা গিয়েছে, এই টানেল খিদিরপুর-গার্ডেনরিচ চত্বরে গঙ্গার নীচ দিয়ে ঢুকে যাবে। কোনা এক্সপ্রেসওয়ে অতিক্রম করে একে জুড়ে দেওয়া হবে। ইতিমধ্যেই বিশেষজ্ঞ সংস্থা এসে গোটা বিষয়টি দেখে গিয়েছে। দ্রুত কাজ শুরু করতে চায় বন্দর কর্তৃপক্ষ৷ তবে এই কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য রাজ্যের সহযোগিতা চেয়েছে কলকাতা বন্দর।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments