More
    HomeখবরKolkata Knight Riders টিকিটের জন্য হাহাকার , মাঠে বল গড়ানোর আগেই...

    Kolkata Knight Riders টিকিটের জন্য হাহাকার , মাঠে বল গড়ানোর আগেই শেষ কেকেআরের টিকিট।

    Today Kolkata:- মাঠে বল গড়ানোর আগেই শেষ হয়ে যাচ্ছে একের পর এক ম্যাচের টিকিট। জানা গিয়েছিল আহমেদাবাদে প্রথম ম্যাচের টিকিট শেষ হয়ে গিয়েছে। মঙ্গলবার থেকে পাওয়া যাচ্ছে না ইডেনের দু’টি ম্যাচের অনলাইন টিকিট। দর্শকরা টিকিটের জন্য হাহাকার করছেন।

    ইডেনে আইপিএলের প্রথম ম্যাচ ৬ এপ্রিল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challangers Bangalore) বিরুদ্ধে সেই ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। সোমবার থেকেই এই ম্যাচের অনলাইন টিকিট কাটতে সমস্যা হচ্ছিল। করোনা অতিমারির পর ইডেনে প্রথম খেলতে নামবে কেকেআর (Kolkata Knight Riders)। সেই ম্যাচে বিপক্ষ বিরাটের ব্যাঙ্গালোর। স্বাভাবিক ভাবেই টিকিটের চাহিদা তুঙ্গে। তাই ন’দিন আগেই অনলাইন টিকিট শেষ। সোমবার দেখা গিয়েছিল ৭৫০ টাকার টিকিট শেষ হলেও ১০০০ থেকে ৮০০০ টাকার টিকিট রয়েছে। যদিও সেগুলি কেনা যাচ্ছিল না।

    শুধু ৬ এপ্রিলের টিকিট নয়, আরও একটি ম্যাচের টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে না। সেটি ২৩ এপ্রিলের। ইডেনে সে দিন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) বনাম চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিংহ ধোনিকে (Mahendra Singh Dhoni) খেলতে দেখার সুযোগ। অনেকেই মনে করছেন এটাই শেষ বার। হয়তো আইপিএল খেলবেন না ৪১ বছরের ধোনি। তাই ইডেনে ধোনিকে সামনে থেকে শেষ বার দেখার সুযোগ হাতছাড়া করতে চাইছেন না কেউই। সেই কারণে ম্যাচের ২৬ দিন আগেই অনলাইন টিকিট শেষ।

    Kolkata Knight Riders টিকিটের জন্য হাহাকার , মাঠে বল গড়ানোর আগেই শেষ কেকেআরের টিকিট।

    Suvendu Adhikari সুপ্রিম কোর্টে পঞ্চায়েত মামলা ! শীর্ষ আদালতের কাছে বিশেষ আর্জি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

    TRP List প্রকাশ্যে টিআরপির তালিকা , উত্থান-পতনের তালিকায় কোন কোন ধারাবাহিক ? দেখুন তালিকা।

    MORE NEWS – চরম দারিদ্রতার সঙ্গে লড়াই , ঝাড়ুদার রিঙ্কু সিং আজ নাইটদের অন্যতম ভরসা।

    কথায় বলে ‘সবুরে মেওয়া ফলে’, ঠিক সেটাই হয়েছে আলিগড়ের এক বছর ২৫ এর যুবকের সঙ্গে। একটা সময় ঝাড়ুদারের কাজ পেয়েছিলেন, সেখান থেকে তিনি আইপিএলের (IPL) মঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কথা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের তরুণ তুর্কি রিঙ্কু সিংকে (Rinku Singh) নিয়ে। ২০১৮ সাল থেকে নাইট শিবিরে রয়েছেন রিঙ্কু। অনুশীলনে সব সময় নিজেকে উজাড় করে দিয়েছেন। তাই ২০২২ সালের আইপিএলে খেলার সুযোগ পেয়ে তার সদ্ব্যবহার করতে ভোলেননি রিঙ্কু। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments