More
    Homeঅনান্যKolkata Municipality আজ থেকে শুরু কলকাতা পুরসভার ক্যান্সার স্ক্রীনিং সেন্টার।

    Kolkata Municipality আজ থেকে শুরু কলকাতা পুরসভার ক্যান্সার স্ক্রীনিং সেন্টার।

    Today Kolkata:- আজ থেকে শুরু কলকাতা পুরসভার (Kolkata Municipality) ক্যান্সার স্ক্রীনিং সেন্টার। প্রতি মাসে একদিন কলকাতা পুরসভার প্রতিটি ভোরতে হবে স্ক্রিনিং সেন্টার। ক্যান্সার প্রতিরোধে কলকাতা পুরসভা ও আই এম এর যৌথ উদ্যোগ। বিনামূল্যে দেওয়া হবে এই ক্যান্সার পরিষেবা। আজ পরিষেবার শুরু চেতলা মেয়র্স ক্লিনিক থেকে। উদ্বোধন করবেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম এবং কলকাতা পুরসভার স্বাস্থ্য উপদেষ্টা শান্তনু সেন।

    Kolkata Municipality আজ থেকে শুরু কলকাতা পুরসভার ক্যান্সার স্ক্রীনিং সেন্টার।

    Malda Chanchal এবার জাতীয় স্তরে মালদহের চাঁচলকে সাফল্য এনে দিলো পাঁচ বছরের ক্ষুদে সুচরিতা।

    বারাসতের অতিহ্যশালী পুজো কমিটি ৪১ তম বর্ষে তাদের দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হয় রথযাত্রার দিন।

    Aam aadmi party ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন মানিকচক ব্লক আম আদমি পাটীর প্রতিনিধি দল।

    MORE NEWS – বিবাহিত মহিলার সাথে এক যুবকের পরকীয়ার অভিযোগ।

    বিবাহিত মহিলার সাথে এক যুবকের পরকীয়ার অভিযোগ তুলে, রাতভর বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করা হলো যুগলকে! দ্রুত গতিতে মোবাইল বন্দী হয়ে সেই ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে (ভাইরাল হয়) যায়। নিন্দার ঝড় উঠে সর্বত্র! বীভৎসতায় আঁতকে ওঠেন অনেকেই। শনিবার সাত সকালে এই খবর পেয়েই, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ওই যুবক আর ওই গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। শুক্রবার রাতে বর্বরোচিত এই ঘটনাটি ঘটেছে, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মনোহরপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের কুলদহ গ্রামে। CONTINUE READING

    MORE NEWS – রথ যাত্রার দিন দুপুর থেকেই বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে শুরু হয় ভয়াবহ বজ্রপাত।

    Weather report রথযাত্রার দিন (১ জুলাই) দুপুর থেকেই বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে শুরু হয় ভয়াবহ বজ্রপাত (Thunderings)। আর, মুহুর্মুহু এই বজ্রপাতেই পশ্চিম মেদিনীপুরের শালবনীতে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। মৃত্যু হল, বছর দশেকের এক নাবালকের এবং বছর চল্লিশের এক গৃহবধূর! দু’টি ঘটনা-ই শালবনী ব্লক তথা শালবনী থানা এলাকার। পুলিশ সূত্রে জানা গেছে, ১০ বছরের ওই নাবালকের নাম খাঁদু হাঁসদা। বাড়ি শালবনী ব্লকের ১০ নং কর্ণগড় অঞ্চলের বালিজুড়ি এলাকায়। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল সে। অপরদিকে, মৃত গৃহবধূ’র নাম আমেনা বিবি (৪০)। বাড়ি শালবনী ব্লকের ৭ নং অঞ্চলের বড় কলসীভাঙা এলাকায়। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments