More
    Homeঅনান্যKolkata to Kuchbihar Flight Service মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে কলকাতা-কোচবিহার উড়ান...

    Kolkata to Kuchbihar Flight Service মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে কলকাতা-কোচবিহার উড়ান পরিষেবা।

    Today Kolkata:- Kolkata to Kuchbihar Flight Service দীর্ঘ দিনের চাহিদা মেনে ফের আজ, মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে কলকাতা-কোচবিহার উড়ান পরিষেবা (Flight Service)। যদিও উত্তরের উড়ান নিয়ে ফের রাজনীতি। রাজ্য সরকারের তরফে কোনও প্রতিনিধি এই উড়ানের প্রথম যাত্রায় হাজির থাকছেন না। সূত্রের খবর, প্রথম দিনের উড়ানে কলকাতা থেকে কোচবিহার যাওয়ার কথা ছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghoah), এনবিএসটিসির চেয়ারম্যান পার্থ প্রতিম রায়ের (Parthapratim Roy)। প্রসঙ্গত এই উড়ানের শুভারম্ভে যোগ দেওয়ার জন্য তারা কলকাতা চলেও এসেছিলেন। যদিও তারা সেই উড়ানের প্রথম দিনের যাত্রায় সঙ্গী হচ্ছেন না।

    সূত্রের খবর, প্রশাসনের শীর্ষ স্তর থেকেই তাদের না থাকতে বলা হয়েছে। কলকাতা থেকে কোচবিহার উড়ে যাবে ৯ আসনের বিমান। গত ১৫ ফেব্রুয়ারি বিমান চলাচল শুরু হয়ে যাওয়ার কথা ছিল কোচবিহার জেলায়।মোট ৯ আসনের বিমান পরিষেবা শুরুর বিষয়টি জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতি-মন্ত্রী নিশীথ প্রামাণিক (Nishith Pramanik)। বিমানের ভাড়াও ধার্য করা হয়েছিল জনপ্রতি মাত্র ৯৯৯ টাকা। তবে এই বিশেষ ভাড়া রাখার কথা ছিল মাত্র শুরুর তিন মাস। যা মধ্যবিত্তের নাগালের মধ্যে থাকবে বলে আশা করছেন উত্তরবঙ্গের বহু মানুষ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছেন, ‘‘কেন্দ্রীয় সরকারের উড়ান স্কিমের আওতায় মিলবে এই বিমান পরিষেবা। বহু পূর্বে কলকাতা থেকে কোচবিহার উড়ান চলাচল করত। মানুষের চাহিদা মেনে সেই পরিষেবা ফের চালু করা হচ্ছে।

    Kolkata to Kuchbihar Flight Service মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে কলকাতা-কোচবিহার উড়ান পরিষেবা।

    Anubrata Mondal গত তিনমাসে ৯ কেজি ওজন কম, সংশোধনাগার থেকে বেরিয়ে অনুব্রতর দাবি, “শরীর ভালো নেই”

    কর্ম বিরতির প্রথম দিনেও স্বাভাবিক কর্মীদের উপস্থিতি ভূমি রাজস্ব দফতরে।

    MORE NEWS – আবারো ভূমিকম্প, ৭.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্কের মাটি৷

    ৭.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্কের (Terkey) মাটি। তুরস্কে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা পৌঁছেছে ২৯ হাজার ৬০৫। সিরিয়ায় মৃতের সংখ্যা ৪ হাজার ৫৭৪। তবে তুরস্কে ফের ভূমিকম্প। এবার কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৬.৪। ৪৫ হাজারেরও বেশি মৃত্যু হয়েছে এর মধ্যে। কম্পনের (Earthquake) তীব্রতা এতটাই ছিল যে সুদূর সাইপ্রাস দ্বীপেও তা অনুভূত হয়৷ পাশাপাশি, লেবানন, ইরাক, ইজরায়েলের একাংশও কেঁপে ওঠে বলে খবর৷ CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments