More
    Homeঅনান্যKurhmi Samaj অবশেষে রেল অবরোধ তুলে নিলেন কুড়মি সমাজের আন্দোলনকারীরা।

    Kurhmi Samaj অবশেষে রেল অবরোধ তুলে নিলেন কুড়মি সমাজের আন্দোলনকারীরা।

    Today Kolkata:- অবশেষে ১০০ ঘণ্টা পর রেল অবরোধ প্রত্যাহার করলেন কুড়মি (Kurhmi samaj) সম্প্রদায়ের মানুষজন। শনিবার পঞ্চমদিনে পড়েছিল তাঁদের আন্দোলন। প্রশাসনিক বৈঠকের পর অবশেষে রেল ও জাতীয় সড়ক থেকে অবরোধ তুলে নিল কুড়মি সমাজের বিভিন্ন আন্দোলনকারী সংগঠন। জানা গিয়েছে, এদিন সকাল ১১টা নাগাদ তিন জেলার জেলাশাসকের সঙ্গে বৈঠক করেন আদিবাসী কুড়মি সমজের মুখ্য উপদেষ্টা অজিত মাহাতো। প্রায় এক ঘন্টা ধরে চলে বৈঠক। বৈঠক শেষে অজিত মাহাতো জানান, প্রশাসনের সঙ্গে বৈঠক সন্তোষজনক হয়েছে। তাই আপাতত আন্দোলন প্রত্যাহার করা হচ্ছে। তবে দাবি পূরণ না হলে আগামীতে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তাঁদের অবরোধের মূল দাবি ছিল, কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্ত করা, কুড়মালি ভাষাকে স্বীকৃতি এবং সারনা ধর্মের স্বীকৃতি। এই দাবি জানিয়ে রেল ও ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছিলেন আন্দোলনকারীরা। খড়গপুর শাখার খেমাশুলি ও দক্ষিণ পূর্ব রেলের কুস্তাউর স্টেশন অবরোধ করে চলছিল আন্দোলন। অবরোধের জেরে দুর্ভোগে পড়েছিলেন যাত্রীরা। সার দিয়ে দাঁড়িয়েছিল পণ্যবাহী ট্রাক।

    Kurhmi Samaj অবশেষে রেল অবরোধ তুলে নিলেন কুড়মি সমাজের আন্দোলনকারীরা।

    Appointment letter আরও ৭০০০ চাকরির নিয়োগপত্র! আজ খড়গপুরে একাধিক শিলান্যাস।

    Anubrata Mandal মমতা বন্দ্যোপাধ্যায় অনেক করেছেন, কৃতজ্ঞতা প্রকাশ আত্মবিশ্বাসী অনুব্রতর।

    Kumortule মনসা প্রতিমা তৈরির কাজ চলছে জোর কদমে, দক্ষিণ দিনাজপুরের কুমোরটুলিতে এখন শুধুই ব্যস্ততা৷

    Mozo Oparation বন্দুকবাজ’ জওয়ানকে বাগে আনতে শর্ত মানল কলকাতা পুলিশ, সফল অপারেশন মোজো’ অভিযান!

    Education Ministry সোমবার শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক, কী হতে পারে চাকরিপ্রার্থীদের ভবিষ্যত?

    Weather update Puja পুজোতে বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন আগামী পাঁচ দিনের আবহাওয়া।

    MORE NEWS – দুর্গাপুজোর পর ফের বাড়তে পারে দুধের দাম, ইঙ্গিত মাদার ডেয়ারির।

    দুর্গাপুজোর পর দুধ ও দইয়ের দাম বাড়তে পারে। এমনটাই ইঙ্গিত দিয়েছে মাদার ডেয়ারি (Mother Dairy)। উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় দাম বাড়ানোর পথে হাঁটতে হবে জানিয়েছে মাদার ডেয়ারি কর্তৃপক্ষ। দুধ ও দই ছাড়াও বর্তমানে ফল এবং সবজিরও ব্যবসাও রয়েছে মাদার ডেয়ারির। মাদার ডেয়ারির ম্যানেজিং ডিরেক্টর মণীশ বন্দলিশ আশা প্রকাশ করে জানিয়েছেন,  ২০২২-২৩ – আর্থিক বছরে কোম্পানির বিক্রি প্রায় ২০ শতাংশ বাড়তে পারে। ফলে চলতি বছরে কোম্পানির টার্নওভার বেড়ে হতে পারে ১৫,০০০ কোটি টাকা। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments