More
    Homeআন্তর্জাতিকLadakh simanta লাদাখ সীমান্তে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধের জন্য কতটা প্রস্তুত...

    Ladakh simanta লাদাখ সীমান্তে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধের জন্য কতটা প্রস্তুত লাল ফৌজ, দেখলেন পরিস্থিতি।

     Today Kolkata:- Ladakh simanta লাদাখ সীমান্তে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping)। কথা বললেন সেনা জওয়ানদের সাথে। তবে কি আসন্ন যুদ্ধ ? উঠছে জল্পনা। ‘পিপলস লিবারেশন আর্মি’র প্রধান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। অবশ্যই পদাধিকারী হিসাবে। গত বুধবার রাজধানী বেজিংয়ে পিএলএ-র সদর দফতর থেকে ভিডিয়ো মারফত জিনপিং (Xi Jinping) কথা বলেন পূর্ব লাদাখ সীমান্তে মোতায়েন চিনের সেনার সঙ্গে। যুদ্ধের জন্য সেনা প্রস্তুত রয়েছে কি না তারও খোঁজ নেন চিনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক।

    চিনের সংবাদমাধ্যম সূত্রে খবর, জিনপিং পিএলএ সদর দফতর থেকে ‘জিনজিয়াং মিলিটারি কম্যান্ডে’র অন্তর্গত খুনজেরাবের সীমান্ত রক্ষা কেন্দ্রে উপস্থিত সেনা-কর্মীদের সঙ্গে কথা বলেন। ভৌগোলিক ভাবে এই অঞ্চলে সরাসরি ভারতের সঙ্গে সীমান্ত রয়েছে। জিনপিং (Xi Jinping) সেনা-কর্মীদের যুদ্ধ প্রস্তুতি খতিয়ে জানতে চান। যে কোনও সময় যুদ্ধ লাগলে কীভাবে প্রত্যাঘাত , কথা বলে তা-ও জেনে নেন। দুই দেশের সীমান্তের অবস্থান নিয়ে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর বিতর্ক রয়েছে। জিনপিংয়ের এই আলাপচারিতা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

    জানা গিয়েছে, সেনাকর্মীদের জিনপিং বলেন, ‘‘সাম্প্রতিক কয়েক বছরে এই এলাকা প্রতিনিয়ত পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। তার প্রভাব পড়েছে সেনার উপর।’’ খুনজেরাবের ওই কেন্দ্রে হাজির এক সেনাকর্মী জিনপিংকে (Xi Jinping) জানান, তাঁরা২৪ ঘণ্টা সীমান্ত নজরদারির প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। শুনে খুশি জিনপিং (Xi Jinping) তাঁদের পাল্টা জিজ্ঞেস করেন, ‘‘আপনারা সবাই তাজা শাক, সব্জি পাচ্ছেন তো ?’’ প্রসঙ্গত , ওই এলাকায় কোনও কিছুই উৎপাদন হয় না। তাই খাবার থেকে শুরু করে পানীয় জল – সবই আনতে হয় সমতল থেকে। জিনপিং সেনাকর্মীদের উৎসাহিতও করেন।

    Ladakh simanta লাদাখ সীমান্তে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধের জন্য কতটা প্রস্তুত লাল ফৌজ, দেখলেন পরিস্থিতি।

    MORE NMEWS – স্বস্তিতে বেনুগোপাল ধুত, ব্যাঙ্ক প্রতারণা মামলায় ভিডিয়োকন কর্তার জামিন মঞ্জুর বম্বে হাইকোর্টের।

    ব্যাঙ্ক প্রতারণা মামলায় ভিডিয়োকন (Vedeocon) কর্তাকে জামিন দিল বম্বে হাই কোর্ট, স্বস্তিতে বেণুগোপাল ধুত (Venugopal Dhoot)। ব্যাঙ্ক প্রতারণার অভিযোগে তাঁকে গত ২৬ ডিসেম্বর গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। জামিনের আর্জি জানিয়ে আগেই হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এই শিল্পকর্তা। বেণুগোপালের অভিযোগ ছিল, তাঁকে নিয়ম মেনে গ্রেফতার করা হয়নি। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments