More
    Homeঅনান্যLakshmir Bhandar নজর কাড়বে 'লক্ষ্মীর ভান্ডার'! দুর্গাপুজো পদযাত্রার ১৭ দফা গাইডলাইন জারি...

    Lakshmir Bhandar নজর কাড়বে ‘লক্ষ্মীর ভান্ডার’! দুর্গাপুজো পদযাত্রার ১৭ দফা গাইডলাইন জারি নবান্নের।

    Today Kolkata:- ১ সেপ্টেম্বর রাজ্যজুড়ে মহামিছিল অনুষ্ঠেত হতে চলেছে। কালচারাল হেরিটেজের তালিকায় স্থান পেয়েছে বাঙালির দুর্গোৎসব। গত বছরের ডিসেম্বরে প্যারিসে ইন্টার গভর্নমেন্ট কমিটির ষষ্ঠদশ অধিবেশনে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি পেয়েছে কলকাতার দুর্গাপুজো`। ইউনেস্কোর এই স্বীকৃতিকে সম্মান জানাতেই বিশেষ পদযাত্রার আয়োজন করেছে রাজ্য সরকার। কলকাতায় জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে রেড রোড পর্যন্ত হবে এই পদযাত্রা। পাশাপাশি জেলায় জেলায় ব্লকে ব্লকে এই পদযাত্রার আয়োজন হবে। উপস্থিত থাকবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, পুজো নিয়ে পদযাত্রাতেও এবার বিশেষ গুরুত্ব পাচ্ছে ‘লক্ষ্মীর ভান্ডার'(Lakshmir Bhandar)। বৃহস্পতিবার এ নিয়ে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের মোট ১৭ দফা গাইডলাইন জারি করেছে নবান্ন। মূলত কলকাতার পাশাপাশি জেলাগুলিকে কী ভাবে এই পদযাত্রার আয়োজন করা হবে তা নিয়ে বিশেষ গাইডলাইন দেওয়া হয়েছে। গাইডলাইনে বলা হয়েছে, দুপুর ২টো জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে জমায়েত হবে।

    Durga Puja 2022 পুজো কমিটিগুলিকে ৬০ হাজার টাকা অনুদান, ঘোষণা মুখ্যমন্ত্রীর।

    শাঁখ, বাঁশি যে যেমন পারবেন, সেভাবেই মিছিলে শামিল হবেন। স্কুলের ছাত্র-ছাত্রীরাও থাকবে। পদযাত্রায় লক্ষ্মীর ভান্ডারের মহিলারা সংখ্যায় ৫০০ থেকে ৭৫০ জন পর্যন্ত অংশগ্রহণ করতে পারেন। এছাড়াও জেলার বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীরাও ওই পদযাত্রায় অংশগ্রহণ করতে পারবে। এমনটাই জানানো হয়েছে নির্দেশিকায়। এও বলা হয়েছে জেলার সকল দুর্গাপূজা কমিটি ও পার্শ্ববর্তী এলাকার গুরুত্বপূর্ণ পুজো কমিটিগুলিকে নিয়েই এই পদযাত্রা করতে হবে। পদযাত্রার জন্য একটি করে থিম সং তৈরি করা হচ্ছে। পুজো কমিটিগুলি তাদের সদস্যদের নিয়ে নানান ধরনের সংস্কৃতি অনুষ্ঠান করতে পারেন। তবে মেয়েদের শঙ্খ নিয়ে পদযাত্রায় অংশ নিতে হবে। পদযাত্রায় যারা অংশ নেবেন তাদের কালো ছাতা ব্যবহার করা চলবে না, বরং রঙিন ছাতা ব্যবহার করতে হবে। প্রতিটি পুজো কমিটির কাছেই তাদের ব্যানার-সহ পদযাত্রায় অংশগ্রহণ করতে পারবেন।

    Lakshmir Bhandar নজর কাড়বে ‘লক্ষ্মীর ভান্ডার’! দুর্গাপুজো পদযাত্রার ১৭ দফা গাইডলাইন জারি নবান্নের।

    Ghatal Samabai Bank Scam ঘাটাল সমবায় ব্যাঙ্কে নিয়োগ দুর্নীতির অভিযোগ সমবায় মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে।

    WBCHSC এবার থেকে উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশন হবে অনলাইনেই।

    পদযাত্রায় ওই জেলার সর্বাধিক ১০০ জন লোকপ্রশারশিল্পীকে নেওয়া যেতে পারে। নবান্ন সূত্রে খবর, তবে যারা এই পদযাত্রায় অংশগ্রহণ করতে হলে যথাযথ ব্র্যান্ডিং করতে হবে এবং তার জন্য হোর্ডিং, লোগোর যথাযথ প্রচার করতে হবে বলেও জানানো হয়েছে নির্দেশিকায়।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments