More
    HomeখবরLakshmir Bhander মেঘালয়ের ভোট বৈতরণী পার করতে তৃণমূলের ভরসা লক্ষ্মীর ভান্ডার !...

    Lakshmir Bhander মেঘালয়ের ভোট বৈতরণী পার করতে তৃণমূলের ভরসা লক্ষ্মীর ভান্ডার ! অভিষেকের নির্বাচনী ইশতেহার প্রকাশে উঠছে প্রশ্ন।

    Today Kolkata:-Lakshmir Bhander  মেঘালয়ের মহিলাদের মন জয় করতে তৃণমূলের (Trinamool Congress) ভরসা সেই লক্ষ্মীর ভাণ্ডার। মেঘালয়ে আসন্ন বিধানসভা নির্বাচন (Assembly Election) উপলক্ষ্যে দলীয় নির্বাচনী ইস্তাহার প্রকাশ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

    ইস্তাহার প্রকাশের পর অভিষেক জানান, মেঘালয়ে (Meghalaya) ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গের ধাঁচে সে রাজ্যের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০০০ টাকা করে দেবে তৃণমূল সরকার। প্রত্যেক মহিলা বছরে ১২ হাজার টাকা করে পাবেন। যুবদের মন জয়ে অভিষেক (Abhishek Banerjee) জানিয়েছেন , পড়ুয়াদের এক লক্ষ ল্যাপটপ দেওয়ার কথা জানান অভিষেক। তাঁর কথায়, ‘‘ওরা ডিজিটাল ইন্ডিয়ার কথা খালি মুখেই বলে। আমরাই আসল কাজ করছি।’’

    মেঘালয়ের ইস্তেহারে মূলত ১০টি বিষয়কে সামনে রেখে এগিয়েছে তৃণমূল। যদিও অভিষেকের দাবি , এই ১০টি বিষয় কোনও প্রতিশ্রুতি নয়, অঙ্গীকার। তৃণমূল (Trinamool Congress) ক্ষমতায় এলে এই ১০ অঙ্গীকারই পূরণ করা হবে। খাসি ও গারো ভাষাকে স্বীকৃতি দেওয়ার কথাও ঘোষণা করেছেন অভিষেক (Abhishek Banerjee) । তাঁর কথায়, ‘‘আমাদের সরকার ক্ষমতায় এলে মেঘালয়ের মানুষকে উপেক্ষা করে কোনও সিদ্ধান্ত নেবে না।’’

    তৃণমূলের (Trinamool Congress) দাবি , মোট ৬৪ পাতার ওই ‘অঙ্গীকারপত্র’ ছুঁয়ে গিয়েছে মেঘালয়ের প্রতিটি বিষয়কে। সেখানে যেমন রাজ্যের মানুষের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করার উপায়ের কথা রয়েছে, তেমনই নতুন কর্মসংস্থান করে মেঘালয়ের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার কথাও রাখা হয়েছে। রয়েছে দ্বাদশ শ্রেণি থেকে কলেজ-ছাত্রছাত্রীদের জন্য ১০ লক্ষ ল্যাপটপ দেওয়ার কথা।

    Lakshmir Bhander মেঘালয়ের ভোট বৈতরণী পার করতে তৃণমূলের ভরসা লক্ষ্মীর ভান্ডার ! অভিষেকের নির্বাচনী ইশতেহার প্রকাশে উঠছে প্রশ্ন।

    স্মার্ট ফোনের দুনিয়ায় আবারো চমক দিতে প্রস্তুত Xiaomi, বাজারে আসছে Xiaomi 13 Pro।

    নতুন করে ‘মেঘালয় মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন’ (Meghalaya Minarel Devolpoment Corporation) গড়ে নয়া সম্ভাবনা তৈরি করার পাশাপাশি প্রত্যেক বাড়িতে পানীয় জল ও বিদ্যুৎ সংযোগ পৌঁছনোর অঙ্গীকার রয়েছে। মেঘালয়ের পর্যটন ক্ষেত্রকে নতুন করে ঢেলে সাজানো হবে বলেও জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ।

    তৃণমূলের ইস্তাহার নিয়ে তিনি জানান, ‘‘ইস্তাহারে ১০টি বিষয় কোনও প্রতিশ্রুতি নয়, এটা আমাদের অঙ্গীকার। তৃণমূল (Trinamool Congress) ক্ষমতায় এলে সব অঙ্গীকারই আমরা পূরণ করব। বাংলাতেও যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, সরকার গঠনের পরই সব কটা বাস্তবায়িত করেছি।’’ তবে ইস্তাহার প্রকাশে জোর দেওয়া হয়েছে দুটি বিষয়ের ওপর এক মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে উই কার্ড আর কর্মসংস্থান।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments