More
    Homeঅনান্যLal qila প্রথমবার ভারতে তৈরি বন্দুকে স্বাধীনতা দিবসে লালকেল্লায় আনুষ্ঠানিক অভিবাদন।

    Lal qila প্রথমবার ভারতে তৈরি বন্দুকে স্বাধীনতা দিবসে লালকেল্লায় আনুষ্ঠানিক অভিবাদন।

    Today Kolkata:- এই প্রথম জাতীয় পতাকার সামনে গর্জে উঠল ভারতের তৈরি বন্দুক। স্বাধীনতার ৭৫ বছরে প্রথা ভেঙে লালকেল্লায় (lal qila) জাতীয় পতাকার সামনে আনুষ্ঠানিক অভিবাদন জানানো হল ভারতে তৈরি বন্দুকের গুলি ছুড়ে। এতদিন ব্রিটেনে তৈরি বন্দুক ছুড়ে আনুষ্ঠানিক অভিবাদন দেওয়াই ছিল দস্তুর। স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে ভাঙল সেই রেওয়াজ। এর পাশাপাশি সেই কথা উঠে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যেও। এদিন তিনি বলেন, ‘‘যে আওয়াজ আমরা সব সময় শুনতে চাইতাম, ৭৫ বছর পর তা শুনতে পেলাম। ৭৫ বছর পর লালকেল্লায় আমাদের তেরঙ্গা পতাকা আনুষ্ঠানিক অভিবাদন পেল ভারতের তৈরি বন্দুকের মধ্যে দিয়ে।’’ সেইসঙ্গে দেশের জওয়ানদের উদ্দেশে নরেন্দ্র মোদী বলেন,”আমার আত্মনির্ভর ভারতের স্বপ্নকে সামরিক বাহিনীর আধিকারিকরা যে ভাবে বাস্তবায়িত করেছেন, তার জন্য সৈনিকদের মন থেকে অভিবাদন জানাই।”

    জানা গিয়েছে, দেশে তৈরি হাউইৎজার বন্দুক, যেটি জাতীয় পতাকার আনুষ্ঠানিক অভিবাদন পর্বে ব্যবহার করা হল, তা তৈরি করেছে কেন্দ্রীয় সরকারের ‘ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ (ডিআরডিও)। প্রতিরক্ষা মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে, ৩০০টি প্রতিরক্ষা সরঞ্জাম আর বিদেশ থেকে আমদানি করা হবে না। মোদী সেই সিদ্ধান্তকেও সাধুবাদ জানিয়ে বলেন, ‘‘আমি দেখতে পাচ্ছি, ওদের প্রত্যয়ের মধ্যে আত্মনির্ভর ভারতের বীজ বপন করা হল, যা আগামী দিনে মহীরুহে পরিণত হতে চলেছে।’’

    Lal qila প্রথমবার ভারতে তৈরি বন্দুকে স্বাধীনতা দিবসে লালকেল্লায় আনুষ্ঠানিক অভিবাদন।

    CBI On Documents তথ্য-প্রমাণ’ দেখিয়েই কথা জানার চেষ্টা সিবিআইয়ের! বেকায়দায় অনুব্রত।

    CBI কোথায় কাকে কত টাকা কীভাবে পাঠাতেন?’ অনুব্রতর ব্যবহারে অবাক সিবিআই।

    MORE NEWS – মুকেশ অম্বানীর পরিবারকে হুমকি দিয়ে আট বার ফোন! আটক ১।

    রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি (Mukesh Ambani) ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে আটবার ফোন করা হয়েছে বলে অভিযোগ।আট বার ফোন করে এই হুমকি দেওয়া হয় বলে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমে আফজল নামে এক যুবককে আটক করেছে মুম্বই পুলিশ। জানা গিয়েছে, ফোনে হুমকি দেওয়া হয় যে, কয়েক ঘণ্টার মধ্যে একটি বড় ঘটনা ঘটতে চলেছে। এর আগেও এমন ঘটনা ঘটেছিল। তবে বর্তমানে পরিস্থিতির গুরুত্ব দেখে পুলিশও সতর্ক হয়ে গিয়েছে। জানা গিয়েছে, মুম্বইয়ের রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে আট বার হুমকি ফোন আসে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments