More
    Homeঅনান্যLocal Train accident শিয়ালদহ স্টেশনের কাছে দুই লোকালের সংঘর্ষ, রক্ষা পেলেন যাত্রীরা।

    Local Train accident শিয়ালদহ স্টেশনের কাছে দুই লোকালের সংঘর্ষ, রক্ষা পেলেন যাত্রীরা।

    Today Kolkata:- local Train accident ফের রেল দুর্ঘটনা। দুটি ট্রেনের সঙ্গে পাশাপাশি ধাক্কার জেরে দুমড়ে গিয়েছে একটির একাংশ। বেঁকে যায় ট্রেনের চাকাও। বুধবার সকালে শিয়ালদহ কারশেডের কাছে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার জেরে আপ ও ডাউন লাইনে ব্যাহত হয় ট্রেন চলাচল। ইতিমধ্যেই এই বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে রেল সূত্রে খবর। জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত দু’টি ট্রেনের মধ্যে একটি ফাঁকা ছিল। অন্যটিতে যাত্রী ছিলেন। আপ রানাঘাট লোকাল আসছিল শিয়ালদহ স্টেশনের দিকে। আচমকাই দুটি ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। দুটি ট্রেনই দাঁড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সিগন্যাল সংক্রান্ত বিভ্রাটের কারণেই পাশাপাশি ধাক্কা লাগে ট্রেন দু’টির সঙ্গে। তবে অল্পের জন্য রেহাই পেলেন যাত্রীরা।
    রেল কর্তৃপক্ষ জানিয়েছে, শিয়ালদহের ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে একটি ফাঁকা ট্রেন ঢুকছিল কারশেডে।

    সেই সময় রানাঘাট লোকাল ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছিল। মাঝে শিয়ালদহ ডিআরএম অফিস পেরলে খালি রেকটি রানাঘাট লোকালকে পাশ থেকে ধাক্কা দেয়। ট্রেন দুটির গতি কম ছিল। ফলে ধাক্কা জোরাল না থাকায় কেউ আহত হননি। যদিও ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন রানাঘাট লোকালের যাত্রীরা। তড়িঘড়ি যাত্রীদের নামানোর ব্যবস্থা করে রেল কর্তৃপক্ষ । এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে রেল। প্রাথমিকভাবে সিগন্যালে গন্ডগোলের কারণেই এদিনের এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। তবে রেল কর্মীদের কোনও ভুলে এই দুর্ঘটনা ঘটেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, কিছুদিন আগেই দুর্ঘটনার কবলে পড়ে শিয়ালদহগামী কৃষ্ণনগর লোকাল। ট্রেনের কাপলিং খুলে যাওয়ায় পাঁচটি বগি আলাদা হয়ে গিয়েছিল। ফলে সামনের চারটি বগি নিয়েই ছুটতে শুরু করেছিল ট্রেন।

    Local Train accident শিয়ালদহ স্টেশনের কাছে দুই লোকালের সংঘর্ষ, রক্ষা পেলেন যাত্রীরা।

    Panchayat election পঞ্চায়েত তৃণমূলই জিতবে, জেলবন্দি পার্থর ভবিষ্যৎবাণী।

    MORE NEWS – সুন্দরবনকে নতুন জেলা হিসেবে ঘোষণা মুখ্যমন্ত্রীর।

    প্রশাসনিক সিদ্ধান্ত মতো সুন্দরবনকে নতুন জেলা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বনবিবির পুজোতে যোগ দিতে হিঙ্গলগঞ্জ যান তিনি। সেই মঞ্চে দাঁড়িয়েই সুন্দরবনকে নতুন জেলা ঘোষণা করেন মমতা। এর পাশাপাশি, সুন্দরবন নিয়ে একটি মাস্টার প্ল্যান করে কেন্দ্রকে পাঠানোর কথাও জানান তিনি। আজ থেকে দু’দিনের সুন্দরবন সফর শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments