More
    Homeঅনান্যLPG Cylinder গ্যাস সিলিন্ডারের নীচে কেন ছিদ্র থাকে জানেন?

    LPG Cylinder গ্যাস সিলিন্ডারের নীচে কেন ছিদ্র থাকে জানেন?

    Today Kolkata:- বর্তমানে অধিকাংশ বাড়িতেই গ্যাসে রান্না (LPG Cylinder) করা হয়। প্রতিমাসে বাড়িতে আনা গ্যাস সিলিন্ডার দেখতে কেমন হয়, তা হয়তো পরিবারের সবচেয়ে ছোট সদস্যও জানে। আমরা বড়োরাও দেখেছি যে, গ্যাস সিলিন্ডারের (LPG) নীচে কিছু ছিদ্র থাকে। ঠিক নীচে, যা সিলিন্ডারের (LPG) সম্পূর্ণ ওজন বহন করে। তবে কখনো কি ভেবে দেখেছেন কেন এই গর্তগুলো শক্ত সিলিন্ডারে থাকে। আসলে এই গর্তগুলি ডিজাইনের জন্য নয়। এগুলি তৈরির পিছনে রয়েছে বিজ্ঞান সম্মত কারণ। তাহলে জেনে নেওয়া যাক ঠিক কী সেই কারণ-

    সিলিন্ডারে তৈরি এই ছিদ্রগুলি অনেক কাজে লাগে। এই ছিদ্রগুলি সিলিন্ডারের ভিতরে ভর্তি এলপিজি গ্যাসের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়। অনেক সময় এমন ঘটনা ঘটে যে, গ্যাস সিলিন্ডারের তাপমাত্রা আচমকাই উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। সেই পরিস্থিতিতে এই গর্ত দিয়ে বাতাস যায়, যা তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। তাছাড়া এটি পৃষ্ঠের তাপ থেকে সিলিন্ডারকে রক্ষা করে রাখে। অর্থাৎ এর থেকে স্পষ্ট বোঝা যায় যে, এই গর্তগুলো গ্যাস সিলিন্ডারকে বড়ো ধরণের কোনও দুর্ঘটনার হাত থেকে রক্ষা করে। এর পাশাপাশি অবশ্য আরও একটা সুবিধা আছে। এই ছিদ্রগুলি থাকার কারণে, সিলিন্ডারের নীচে মেঝে থাকে পরিষ্কার পরিচ্ছন্ন।

    LPG Cylinder গ্যাস সিলিন্ডারের নীচে কেন ছিদ্র থাকে জানেন?

    Health care diabetes ডায়াবিটিসে ভুগছেন? এই চারটি সহজ খাবারে উপকার পাবেন চটজলদি।

    Modi Vs Mamata নির্দেশিকা অনুযায়ী সব ব্যবস্থা নেওয়া হয়েছে, টাকা মঞ্জুরের দাবিতে মোদীকে চিঠি মমতার।

    Taiwan China news তাইওয়ানের কাছে সেনা কার্যকলাপ বাড়াল চিন, মিসাইল হানার দাবি বেজিংয়ের।

    MORE NEWS – রাত কাটালেন কমোডের ওপর বসে, অবশেষে জেলে খাট পেলেন পার্থ৷

    কথায় বলে, ‘মানুষ ভাবে এক আর ভগবান করেন আর এক’। বাস্তবে কথাগুলো অনেক ক্ষেত্রেই মিলে যায়। ঠিক যেমনটি মিলে যাচ্ছে প্রাক্তন শিক্ষামন্ত্রী (Ex Education Minister) পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে। কোটি কোটি টাকা রোজগার করেও আজ ঠাঁই জেলে। তাও আবার প্রথমদিন জেলে সাধারণ কয়েদিদের মতোই থাকতে হয়েছিল তাকে। ডাল রুটি সবজি খেয়ে কম্বল পেতে মেঝেতে ঘুমিয়েছিলেন রাতে। অবশেষে জেলে ঘুমনোর জন্য খাট পেলেন পার্থ চট্টোপাধ্যায়৷ শুক্রবার প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়ার পর পার্থকে রাখা হয়েছিল পয়লা বাইশ ওয়ার্ডের ২ নম্বর সেলে৷ CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments