More
    HomeখবরMadan Mitra "যত পারো টাচ মি…", শুভেন্দুর মন্তব্যের খোঁচায় বেলাগাম মদন।

    Madan Mitra “যত পারো টাচ মি…”, শুভেন্দুর মন্তব্যের খোঁচায় বেলাগাম মদন।

    Today Kolkata:- ‘আমি বলি টাচ মি, টাচ মি, টাচ মি… যত পারো টাচ মি।’ এক অনুষ্ঠানে গিয়ে শুভেন্দু অধিকারীর ‘ডোন্ট টাচ মাই বডি’ মন্তব্যের প্রেক্ষিতে এইভাবেই খোঁচা দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। উল্লেখ্য, নবান্ন অভিযানের দিন ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। এক মহিলা পুলিশকর্মীর উদ্দেশে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গিয়েছিল, ‘আপনি লেডি। ডোন্ট টাচ মাই বডি।’ শুভেন্দুর এহেন মন্তব্যের প্রেক্ষিতে বিরোধীদল তীব্র কটাক্ষ করতে ছাড়েনি। বুধবার এক অনুষ্ঠানে যোগ দিয়ে বেলাগাম কটাক্ষ করেন মদন মিত্র। তিনি বলেন, ‘আমি বলি টাচ মি, টাচ মি, টাচ মি… যত পারো টাচ মি। এসো আমায় জড়িয়ে ধরো। আমি তোমায় সঙ্গে নিয়ে চলে মাকে জড়িয়ে ধরি। মা দুর্গাকে জড়িয়ে ধরি।

    Madan Mitra (MLA) কামারহাটিতে বিধায়ক মদন মিত্র হুঁশিয়ারি দিলেন দুষ্কৃতীদের।

    কখনও মুখ দিয়ে বের হবে না – ডোন্ট টাচ মাই বডি। আমি অ্যাম মেল। আমি নিশ্চিত যে আমি পুরুষ। আমার মনে কোনও বিভ্রান্তি নেই।’ শুভেন্দুকে ব্যাঙ্গাত্বক বাক্যবাণে বিদ্ধ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এই প্রসঙ্গে অভিষেক বলেন, ‘মহিলা পুলিশকর্মীকে উনি (শুভেন্দু) বলেন, আমি ‘মেলস’ আপনি মহিলা। ডোন্ট টাচ মি। এখন বুঝতে পারছি, সুদীপ্ত সেন যদি পুরুষ না হয়ে মহিলা হতেন, তা হলে ওনার কাছ থেকে তিনি টাকা নিতেন না। বা নারদ স্টিং কাণ্ডে ম্যাথু স্যামুয়েল না গিয়ে যদি অ্যাঞ্জেলিনা স্যামুয়েল যেতেন তা হলেও উনি টাকা নিতেন না।

    Madan Mitra “যত পারো টাচ মি…”, শুভেন্দুর মন্তব্যের খোঁচায় বেলাগাম মদন।

    Supreme Court of India টিভি চ্যানেলের সঞ্চালকরা তাঁদের লক্ষ্মণরেখা অতিক্রম করছেন : সুপ্রিম কোর্ট।

    Asha Lakrha বঙ্গ বিজেপির দায়িত্ব পাওয়ার পর রাজ্য সফরে এসেই তৃণমূল সরকারকে তোপ আশার।

    ’ শুভেন্দুকে ‘পুরুষ পছন্দ করা নেতা’ বলে কটাক্ষ করেন অভিষেক। পাশাপাশি এদিন সরাসরি নাম না করে শুভেন্দুকে তীব্র আক্রমণ শানাতে গিয়ে বেলাগাম হতে দেখা গেল কুণাল ঘোষকেও। বলেছিলেন, ‘কোনও এক জন নেতা, যাঁর নাম বলব না, শুভেন্দুর কথা বলছি না, কিন্তু সেই নেতা যৌন বিকৃত, হোমোসেক্সুয়াল, সমকামী। তাঁর এক দেহরক্ষীকে বিকৃত যৌনতা দেখাতে গিয়েছিলেন। সেই দেহরক্ষী বাইরে সব বলে দিতে পারেন। এই ভয়ে তাঁকে খুন করা হয়েছে। আর ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানো হয়। সেই নেতা কে?’ এমনই বিস্ফোরক দাবি করেন কুণাল।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments