More
    HomeখবরMamata Banerjee মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে জমায়েত , গ্রেপ্তার ৩।

    Mamata Banerjee মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে জমায়েত , গ্রেপ্তার ৩।

    Today Kolkata:- কালীঘাটের বাড়ি থেকে গাড়ি চেপে বুধবার সকালে রেড রোডের ধর্না মঞ্চের উদ্দেশে রওনা দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর গাড়ি বেরোতেই তাঁর বাড়ির কাছে মোতায়েন থাকা পুলিশকর্মীরা একটি ভিড় লক্ষ করেন। পুলিশ দেখে, ধীরে ধীরে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে জমায়েত করতে শুরু করেছেন বেশ কিছু মানুষ। পুলিশ (Police) তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করার পর তাঁরা জানান, নিজেদের কিছু ব্যক্তিগত দাবিদাওয়া নিয়েই তাঁরা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এসেছেন। নিজেদের দাবি সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাতে চান বলেও তাঁরা পুলিশকে বলেন।

    পুলিশ তাঁদের জমায়েত করতে বারণ করলেও উপস্থিত ব্যক্তিরা রাজি হননি। এরপর পুলিশ (Police) জমায়েতকারীদের তিন জনকে গ্রেফতার করে। পুলিশ ধরপাকড় শুরু করতে বেশ কয়েক জন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে ধৃতেরা কোনও বিশেষ সংগঠনের কর্মী কি না, তা এখনও জানা যায়নি। পুলিশ সূত্রে খবর , জমায়েত করে বিক্ষোভ প্রদর্শনের জন্যই কয়েক জন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে জড়ো হয়েছিলেন। তবে মুখ্যমন্ত্রী (Chief Minister) ততক্ষণে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ায় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

    প্রসঙ্গত, বুধবার কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনা এবং গণতন্ত্রের কন্ঠরোধ করার অভিযোগ এনে রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে ধর্নায় বসেছেন মমতা (Mamata Banerjee)। ঠিক ১২টায় রেড রোডের ধর্না মঞ্চে পৌঁছন মমতা। তাঁর সঙ্গে রয়েছেন অরূপ বিশ্বাস , ফিরহাদ হাকিম , শশী পাঁজা , চন্দ্রিমা ভট্টাচার্য , দোলা সেন , জ্যোৎস্না মান্ডি , সায়নী ঘোষ।

    Mamata Banerjee মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে জমায়েত , গ্রেপ্তার ৩।

    Suvendu Adhikari সুপ্রিম কোর্টে পঞ্চায়েত মামলা ! শীর্ষ আদালতের কাছে বিশেষ আর্জি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

    Ayan Shil বৈধ উপায়ে চাকরি পাওয়া ব্যক্তির কাছ থেকেও টাকা চাওয়ার অভিযোগ শান্তনু ঘনিষ্ঠ অয়ন শীলের বিরুদ্ধে।

    MORE NEWS – প্রকাশ্যে টিআরপির তালিকা , উত্থান-পতনের তালিকায় কোন কোন ধারাবাহিক ? দেখুন তালিকা।

    আবারও প্রকাশ্যে টিআরপির তালিকা। এই সপ্তাহে টিআরপি তালিকায় ঘটেছে বেশ কিছু অদলবদল। কে কোথায় রয়েছে? এক ঝলকে দেখে নেওয়া যাক। বিগত বেশ কিছু মাসের মতো এই সপ্তাহেও প্রথম স্থানে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। গত সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছিল ৮.৫। এই সপ্তাহে ধারাবাহিকটির প্রাপ্ত নম্বর ৯.০। অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’। ধারাবাহিকটি পেয়েছে ৮.৩। গত সপ্তাহে জগদ্ধাত্রী পেয়েছিল ৭.৯। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments