More
    HomeখবরMamata Banerjee & Avishek মমতার সঙ্গেই দিল্লি রওনা অভিষেকের, সাংসদদের সঙ্গে রণকৌশলে...

    Mamata Banerjee & Avishek মমতার সঙ্গেই দিল্লি রওনা অভিষেকের, সাংসদদের সঙ্গে রণকৌশলে জোর।

    Today kolkata:- চারদিনের সফরে বৃহস্পতিবার দিল্লি পাড়ি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ১টা ৪৬ এর বিমানে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গেই অভিষেক বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee & Avishek) এদিন দমদম বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। এদিন বিকেলের মধ্যেই তাঁরা পৌঁছে যাবেন রাজধানী। বিশেষ সূত্রে জানা গিয়েছে, এরপর দলের সাংসদদের নিয়ে বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত আগামিকাল বিকেলে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। সন্ধ্যায় বাংলার মুখ্যমন্ত্রীর দেখা করার কথা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর সঙ্গে। দলের মধ্যে আগে থেকেই শোনা গিয়েছিল ক্রমশ গুরুত্ব বাড়ছে অভিষেকের। আজকের সফর তা যেন আরও খানিকটা স্পষ্ট করল।

    কারণ এর আগে দিল্লি সফরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় যেতেন, তখন সেভাবে প্রকাশ্যে আসতেন না অভিষেক। তবে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর একান্ত বৈঠকে অভিষেক থাকবেন কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি এবং এসএসসি দুর্নীতি নিয়ে দিল্লিতেও চর্চা তুঙ্গে। কেন্দ্রীয় সরকারের সমালোচনা করতে গেলেই পাল্টা কটাক্ষের শিকার হতে হচ্ছে তৃণমূলের সাংসদদের। এই পরিস্থিতিতে সর্বভারতীয় রাজনীতিতে দলের রণকৌশল কী হবে, তা নিয়ে সাংসদদের সঙ্গে আলোচনা করতে পারেন অভিষেক। এমনটাই অনুমান রাজনৈতিক বিশেষজ্ঞদের। সূত্রের খবর, ১০০ দিনের কাজে রাজ্যের প্রাপ্য বরাদ্দ নিয়ে বৈঠক হতে পারে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর।

    Mamata Banerjee & Avishek মমতার সঙ্গেই দিল্লি রওনা অভিষেকের, সাংসদদের সঙ্গে রণকৌশলে জোর।

    Enforcement Directorate পণ্ডিতিয়ার ফ্ল্যাটে দরজা ভেঙে ঢুকল ইডি, কী থাকতে পারে এখানে?

    VIVO Mobile ২২১৭ কোটি টাকার কর ফাঁকির অভিযোগ চিনা মোবাইল সংস্থা ভিভোর বিরুদ্ধে।

    Priyanka Chopra ইউক্রেনের শিশুদের দেখে চোখের জল ধরে রাখতে পারলেন না প্রিয়াঙ্কা চোপড়া।

    Finance Minister শেষকৃত্যে জিএসটি নেই, মূল্যবৃদ্ধি নিয়ে লোকসভায় আশ্বাস অর্থমন্ত্রী নির্মলার।

    অন্যদিকে জানা গিয়েছে, লোকসভা ও রাজ্যসভার তৃণমূল সাংসদরা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে বৈঠক করবেন, সেখানে উঠে আসতে পারে বিজেপির ‘একচোখা’ নীতি। বিজেপির দুর্নীতিগ্রস্থ নেতা-মন্ত্রী- বিধায়ক- সাংসদদের কাজে কেন্দ্রীয় এজেন্সি চুপ থাকলে কী করণীয়, তা নিয়ে হবে বৈঠক। রাজনৈতিক মহলের একাংশের অনুমান, তৃণমূলে এবার গুরুত্ব বাড়ছে অভিষেকের। খোদ সুপ্রিমো আস্থা রাখছেন ডায়মণ্ডহারবারের সাংসদের ওপর। স্বাভাবিকভাবেই এবারের বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments