More
    Homeরাজনৈতিকএক দিনের সফরে আজ রাজস্থানে মমতা, যাবেন আজমের শরীফ ও পুষ্কর।

    এক দিনের সফরে আজ রাজস্থানে মমতা, যাবেন আজমের শরীফ ও পুষ্কর।

    Today Kolkata:- একদিনে ব্যক্তিগত ঝটিকা সফরে আজ, মঙ্গলবার রাজস্থানের আজমের ও পুষ্করে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে ইতিমধ্যেই বিশেষ প্রস্তুতি সেরে নিয়েছে অশোক গেহলটের প্রশাসন। তাঁর নিরাপত্তায় থাকবে রাজস্থান পুলিশ। পুষ্করের ব্রহ্মা মন্দিরেও তুঙ্গে থাকবে নিরাপত্তা৷ এদিনই রাজস্থান থেকে দিল্লি ফিরে আসবেন মুখ্যমন্ত্রী। সোমবার থেকেই চার দিনের দিল্লি সফরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই সফর রাজনৈতিক ও প্রশাসনিক দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।

    উল্লেখ্য, আজমের শরিফে খোয়াজা মইনুদ্দিন চিস্তির দরগায় চাদর চড়ান হিন্দু-মুসলমান নির্বিশেষে অসংখ্য পূণ্যার্থী। সেই সুফি ভাবাবেগকে গুরুত্ব দিয়ে আজমের শরিফের দরগায় রাজনীতিকরাও চাদর চড়ান। স্থানীয়দের দাবি, গোটা বিশ্বে একমাত্র পুস্করেই রয়েছে ব্রহ্মার মন্দির। এদিন আজমের থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পুষ্করেও যাবেন। সেখানে তিনিও চাদর চড়াতে পারেন বলে জানা গিয়েছে। এর পাশাপাশি রাজস্থান সরকারের শীর্ষ মহলের সঙ্গে সাক্ষাতেরও কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

    এরপর বুধবার কয়েকজন বিরোধী রাজনৈতিক নেতার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন তিনি। এছাড়া দলের লোকসভার সংসদদের সঙ্গে বৈঠক করার কথা। বৃহস্পতিবার কলকাতায় ফিরে আসার কথা মমতার। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী বছর জি-টোয়েন্টি সম্মেলনের সভাপতিত্ব করতে চলেছে ভারত। তাই এখন থেকেই তার প্রস্তুতি শুরু করেছে কেন্দ্রীয় সরকার। এর প্রথম পর্যায়ে হিসেবেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান ও মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। মূলত সেই বৈঠকে যোগ দিতেই সোমবার চারদিনের দিল্লি সফরে যান মমতা বন্দ্যোপাধ্যায়।

    এক দিনের সফরে আজ রাজস্থানে মমতা, যাবেন আজমের শরীফ ও পুষ্কর।

    বগটুই-কাণ্ডে সিবিআইয়ের জালে মূল অভিযুক্ত লালন, ৬ দিনের পুলিশি হেফাজত।

    MORE NEWS – দেশের জন্য কেন্দ্রের পাশে আছে বাংলা, জি-২০ সম্মেলনের প্রস্তুতি বৈঠকে প্রতিশ্রুতি মমতার।

    রাজনৈতিক বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কেন্দ্র ও রাজ্য সরকার পরস্পরকে তীব্র আক্রমণ শানান মাঝেমধ্যেই। কিন্তু দেশের স্বার্থে কেন্দ্রের পাশে রয়েছে রাজ্য। সোমবার দিল্লিতে জি-২০ সম্মেলনের প্রস্তুতি বৈঠকে অংশ নিয়ে এ কথা স্পষ্ট জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, জি-২০ নিয়ে রাষ্ট্রপতি ভবনে সোমবার বিরোধী নেতা-নেত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সর্বদলীয় বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments