More
    Homeঅনান্যManik Bhattacharya মানিক ভট্টাচার্যকে গ্রেফতার নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের।

    Manik Bhattacharya মানিক ভট্টাচার্যকে গ্রেফতার নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের।

    Today Kolkata:- দেশের শীর্ষ আদালতের নির্দেশে একদিনের স্বস্তি পেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। আগামী ২৪ ঘন্টা মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করতে পারবে না সিবিআই। তাঁর বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত। কিন্ত মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্যবেক্ষণে জানান, ‘প্রাথমিকে টেটের ওএমআর শিট নষ্ট করার ঘটনায় কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। ২০ লক্ষ পরীক্ষার্থীর ওএমআর শিট ছিল।

    তার মধ্যে ১২.৯৫ লক্ষ ওএমআর শিট নষ্ট করা হয়েছে। তবে কোন কোন পরীক্ষার্থীর ওএমআর শিট নষ্ট করা হয়েছে, তা জানাতে কার্যত ব্যর্থ প্রাথমিক শিক্ষা পর্ষদ।’ এদিনই দেশের সর্বোচ্চ আদালতের রায়ে আপাতত স্বস্তি মিলল মানিক ভট্টাচার্যের। এদিন সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, বুধবার পর্যন্ত গ্রেফতার করা যাবে না মানিককে। তবে সিবিআই দফতরে তাঁকে হাজিরা দিতে হবে। তার পর মানিককে গ্রেফতার করা যাবে কি না, সে ব্যাপারে পরবর্তী শুনানি সুপ্রিম কোর্টে হবে বুধবারই।

    Manik Bhattacharya মানিক ভট্টাচার্যকে গ্রেফতার নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের।

    Corona Virus Report স্কুলের পোশাকেও বাসা বাঁধে করোনা ভাইরাস, চাঞ্চল্যকর দাবি রিপোর্টে।

    Dada Saheb Falke “দাদা সাহেব ফালকে” পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী আশা পারেখ।

    DurgaPuja & Kesto Mondal পুজোয় কেষ্ট খাবে কব্জি ডুবিয়ে, এলাহি আয়োজন জেলের হেঁসেলে।

    Forest Department “Gajamitra” বন দফতরে ‘গজমিত্র’ নামে নতুন পদে ৬০০ কর্মী নিয়োগের ঘোষণা।

    Taj Mahal তাজমহলের ৫০০ মিটারের মধ্যে ব্যবসায়িক কাজ বন্ধের নির্দেশ।

    MORE NEWS – ২৪-এর লোকসভা ভোট পর্যন্ত বিজেপি সভাপতি থাকছে নাড্ডাই।

    দলের সভাপতি পদে জগৎ প্রকাশ নাড্ডার (Jagat Prakash Nadda) মেয়াদ বৃদ্ধি করা হল। এমনই ব্যতিক্রমী সিদ্ধান্ত নিল বিজেপি শীর্ষনেতৃত্ব। জানা গিয়েছে, সভাপতি পদে তাঁর তিন বছরের মেয়াদ শেষ হওয়ার কথা পরের বছর জানুয়ারিতে। তারপরই ছিল ফের সভাপতি নির্বাচন। কিন্ত কেন্দ্রীয় নেতৃত্ব আপাতত সে পথে হাঁটছে না। আর তাই পরবর্তী লোকসভা ভোট পর্যন্ত দলের সভাপতি পদে জগৎ প্রকাশ নাড্ডার মেয়াদ বৃদ্ধির এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। সম্প্রতি কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনে দলের পারফরম্যান্স যথেষ্ট ভালো। নেতৃত্ব মনে করছে, এটি সম্ভব হয়েছে নাড্ডার জন্যই। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments