More
    Homeঅনান্যManikchak মানিকচকের কালিন্দী এলাকা থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ধৃত এক।

    Manikchak মানিকচকের কালিন্দী এলাকা থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ধৃত এক।

    মালদা:- মানিকচকের (Manikchak) কালিন্দী এলাকা থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ধৃত এক। রবিবার গভীর রাতে মানিকচক থানার আইসি পার্থসারথি হালদার গোপন সূত্র মারফত খবর পান শোভানগর থেকে বাইকে করে এক দুষ্কৃতী বেআইনি আগ্নেয়াস্ত্র সহ মানিকচকের দিকে প্রবেশ করছে সেই গোপন সূত্রের খবর অনুসারে মানিকচক থানার এসআই কাজল দাস ও ভঞ্জন ঘোষের নেতৃত্বে এক বিশাল পুলিশবাহিনী হানা দেয় সেই এলাকায় এবং কালিন্দী এলাকায় সেই ব্যক্তিকে দেখতে পেয়ে ধরে ফেলে পুলিশ প্রশাসনের আধিকারিকরা। তাকে তল্লাশি অভিযান চালালে তার প্যান্ট এর পেছনের দিক থেকে একটি সিক্স সাঁটার আগ্নেয়াস্ত্র পাওয়া যায় এমনকি চারটি তাজা গুলিও উদ্ধার করে মানিকচক থানার পুলিশ। পাশাপাশি তার কাছে থাকা স্কুটি বাজেয়াপ্ত করেছে মানিকচক থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম আনোয়ার হোসেন সে মানিকচকের কালিন্দী রাজনগর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে বেআইনি আগ্নেয়াস্ত্র মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে জেলা আদালতে পেশ করা হবে।

    Manikchak মানিকচকের কালিন্দী এলাকা থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ধৃত এক।

    Baishnabnagar Thana জাতীয় সরকের পাশের নয়ানজুলিতে মিললো ক্ষতবিক্ষত দেহ।

    Medinipur city মেদিনীপুর শহরের স্পোর্টসম্যান রিক্রেয়েশন ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির।

    Nadia Shantipur পুরসভার উদাসীনতায় পৌরসভার জল পরিষেবার গাড়ি এবং শ্মশানে যাওয়ার প্রধান রাস্তা আটকে বিক্ষোভ এলাকাবাসীর।

    Malda Rail Police এক রক্তাক্ত অবস্থায় রেল যাত্রীকে উদ্ধার করল মালদা রেল পুলিশ।

    MORE MEWS – শুভেন্দু অধিকারী সহ বিজেপিতে যোগ দেওয়া বেশকিছু নেতাদের বিরুদ্ধে প্রতিবাদের ডাক দেয় যুব তৃণমূল কংগ্রেস।

    সারদা, নারদ মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে শুভেন্দু অধিকারী সহ বিজেপিতে যোগ দেওয়া বেশকিছু নেতাদের নাম থাকলেও তাদের বিরুদ্ধে কোনও ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছেনা, এই দাবী নিয়ে আজ রাজ্য জুড়ে প্রতিবাদের ডাক দেয় যুব তৃণমূল কংগ্রেস। একই দাবি নিয়ে সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সামনে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল কর্মী সমর্থকরা। এই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়, যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সহ যুব তৃণমূল এবং তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বরা। তাদের মূলত দাবী তৃণমূলে থাকাকালীন শুভেন্দু অধিকারী সহ একাধিক নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিল বিজেপি। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments