More
    Homeঅনান্যMedinipur city মেদিনীপুর শহরের স্পোর্টসম্যান রিক্রেয়েশন ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো একটি...

    Medinipur city মেদিনীপুর শহরের স্পোর্টসম্যান রিক্রেয়েশন ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির।

    Today Kolkata:- রবিবার বোধদয় ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং পৈলান গ্রুপ অব্ ম্যাজেন্টমেন্ট অ্যান্ড টেকনোলজির সহযোগিতায় মেদিনীপুর শহরের (Medinipur city) স্পোর্টসম্যান রিক্রেয়েশন ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। এদিনের শিবির অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরপ্রধান সৌমেন খান,ডিসিসিআই এর সভাপতি আনন্দগোপাল মাইতি, অধ্যক্ষ শান্তনু দাশগুপ্ত,প্রধান শিক্ষক অমিতেশ চৌধুরী প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন উত্তম মান্না। এদিনের শিবিরে ১৮১ জন ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং ১২০ জনকে চক্ষু পরীক্ষার পর চশমা প্রদান করা হয়৷

    Medinipur city মেদিনীপুর শহরের স্পোর্টসম্যান রিক্রেয়েশন ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির।

    MORE NEWS – আজ ন্যাশনাল অ্যান্টি ড্রাগ ডে।

    আজ ন্যাশনাল অ্যান্টি ড্রাগ ডে (International Anti Drug Day)। সেই উপলক্ষ্যে খড়্গপুর স্টেশনে জিআরপি র পক্ষ থেকে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হল আজ। পাশাপাশি পথনাটিকার মাধ্যমে মানুষকে সচেতনতার বার্তা দেওয়া হয় এদিন এই কর্মসূচির মাধ্যমে।এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খড়্গপুর জিআরপি পুলিশের আধিকারিক এবং কর্মীরা। অন্যদিকে খড়্গপুর টাউন থানার উদ্যোগে পালন করা হল বিশ্ব মাদক দিবস। CONTINUE READING

    MORE NEWS – ২১ জুলাই এর শহীদ সভাকে সফল করতে তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক কমিটির তৈরী ব্যানার ও ফেস্টুন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।

    মেদিনীপুরের বিদ্যাসাগর হলে এদিনের সভায় ২১ জুলাই এর শহীদ সভাকে (Sahid dibas) সফল করতে তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক কমিটির তৈরী ব্যানার ও ফেস্টুন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। এখানে মানস বাবু জানান, ২১ জুলাই কর্মসূচি নয়। আন্দোলন, আবেগ, রক্তস্রোতের বিরুদ্ধে মানুষের প্রতিবাদ। যার নেতৃত্ব দিয়েছেন মমতা ব্যানার্জি। সচিত্র পরিচয় পত্র ছাড়া ভোট নয় এই গন আন্দোলন পরে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। CONTINUE READING

    MORE NEWS – কাষ্ঠ ব্যবসায়ীদের বিভিন্ন দাবিতে ডেপুটেশন দিল জোড়াগেড়িয়া ফাঁড়িতে।

    এলাকার কাষ্ঠ ব্যবসায়ীদের বিভিন্ন দাবিতে আজ দাঁতন টু ব্লকের (Danton 2 Block) সমষ্টি উন্নয়ন আধিকারিক ও বেলদা থানার জোড়াগেড়িয়া ফাঁড়িতে ডেপুটেশন দিল সাউরি ও খাকুড়দা জোনের কাষ্ঠ ব্যবসায়ী ও তার সঙ্গে যুক্ত কর্মীরা। এদিনের এই ডেপুটেশন উপলক্ষ্যে দাঁতন দু নম্বর ব্লকের ধনেশ্বরপুর থেকে ব্লক অফিস ও জোড়াগেড়িয়া ফাঁড়ি পর্যন্ত প্রথমে একটি মিছিল সংগঠিত করে তারা। এই মিছিলে এলাকার পাঁচ শতাধিক কাষ্ঠ ব্যবসায়ী ও কর্মীরা অংশগ্রহণ করে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments