More
    Homeআন্তর্জাতিকমেসি বনাম এমবাপে যুদ্ধ, গোল্ডেন বলের দৌড়ে দুই সুপারস্টারের হাড্ডাহাড্ডি টক্কর।

    মেসি বনাম এমবাপে যুদ্ধ, গোল্ডেন বলের দৌড়ে দুই সুপারস্টারের হাড্ডাহাড্ডি টক্কর।

    Today Kolkata:- দু’জনেই ফুটবল জগতের তারকা। একজন মেসি অন্যজন এমবাপে। গোল্ডেন বলের দৌড়ে দুই সুপারস্টার। ৩৫-এর লিওনেল মেসি বনাম ২৩-এর কিলিয়ান এমবাপে। বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা বনাম ফ্রান্স। দুই দেশের দুই সুপারস্টারকে ঘিরে ফাইনাল যুদ্ধের আবহ তৈরি। ক্লাব ফুটবলে প্যারিস সাঁ জাঁ-র দুই সতীর্থ এবার দেশের জার্সিতে প্রতিপক্ষ। গোল্ডেন বুট থেকে বলের সমান দাবিদার দু’জনেই।

    মেসি বনাম এমবাপে যুদ্ধ, গোল্ডেন বলের দৌড়ে দুই সুপারস্টারের হাড্ডাহাড্ডি টক্কর

    মেসি বনাম এমবাপে যুদ্ধ, গোল্ডেন বলের দৌড়ে দুই সুপারস্টারের হাড্ডাহাড্ডি টক্কর

    দুই দেশই দু’বার করে বিশ্বকাপ জেতার সুযোগ পেয়েছে। কিন্ত বিশ্বকাপে একের পর এক নজির- রেকর্ড গড়ে মাইলস্টোনের পর মাইলস্টোন তৈরি করলেও কাঙ্খিত সোনালি ট্রফি জিততে পারেননি মেসি। সেখানে কেরিয়ারে প্রথম বিশ্বকাপেই ফ্রান্সের হয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন ১৯ বছরের কিলিয়ান এমবাপে। মেসির সব বিশ্বকাপ মিলিয়ে গোল সংখ্যা ১১। পাঁচটি বিশ্বকাপ মিলিয়ে মেসির অ্যাসিস্ট সংখ্যা ৮। অপর দিকে, এমবাপে এখনও পর্যন্ত বিশ্বকাপে ৯টি গোল করেছেন। বিশ্বকাপে ২টি গোল অ্যাসিস্ট করেছেন তিনি। ১১৯ মিনিট অন্তর মেসি বিশ্বকাপে নিজের কেরিয়ারে গোল করেছেন। এমবাপে ১১২ মিনিট অন্তর গোল করেছেন।

    অতীতে দেশের জার্সিতে বা ক্লাবের হয়ে বেশ কয়েকবার মুখোমুখি হয়েছেন মেসি এবং এমবাপে। সম্মুখসমরে মেসিকে কার্যত বলে বলে গোল দিয়েছেন এমবাপে। অবশ্য গোলের সুযোগ তৈরির বিচারে মেসির থেকে অনেকটাই পিছিয়ে এমবাপে। ৫ বিশ্বকাপে মোট ৭২টি গোলের সুযোগ তৈরি করেছেন মেসি। অন্যদিকে, এমবাপে ১৩ ম্যাচে গোলের সুযোগ তৈরি করেছেন মাত্র ২০টি। ফাইনালে দেশের হয়ে লড়াইয়ের পাশাপাশি দুই তারকার সোনার বুটের লড়াইও দেখা যাবে। যাঁর গোল বেশি হবে, তিনি পাবেন বিশ্বকাপের অন্যতম সেরা সম্মান।

    মেসি বনাম এমবাপে যুদ্ধ, গোল্ডেন বলের দৌড়ে দুই সুপারস্টারের হাড্ডাহাড্ডি টক্কর।

    MORE NEWS – “সীমান্ত রক্ষায় শুধু কেন্দ্র নয় , রাজ্যের ভূমিকাও থাকা চাই’’ , বৈঠকে সাফ জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

    ইস্টার্ন জোনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে যোগ দিতে রাজ্য সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister)। ইস্টার্ন জোনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে সীমান্ত নিরাপত্তার বিষয়ের উপরেই বেশি জোর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বৈঠকে যোগ দিয়েছেন বিহারের উপমুখ্যদমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী তেজস্বী যাদব (Tejashwi Yadav) , ঝাড়খণ্ডের মুখ্য্মন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren)। ওড়িশা এবং বিহারের মুখ্যমন্ত্রী বৈঠকে যোগ দেননি। তবে রয়েছেন ওই দুই রাজ্যের অন্যান্য প্রতিনিধিরা। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments