More
    HomeখবরModi Vs Mamata নির্দেশিকা অনুযায়ী সব ব্যবস্থা নেওয়া হয়েছে, টাকা মঞ্জুরের দাবিতে...

    Modi Vs Mamata নির্দেশিকা অনুযায়ী সব ব্যবস্থা নেওয়া হয়েছে, টাকা মঞ্জুরের দাবিতে মোদীকে চিঠি মমতার।

    Today Kolkata:- ‘আইন মেনেই পশ্চিমবঙ্গে একশো দিনের কাজের প্রকল্প চলছে। কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী গরমিল ঠেকানোর সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একথা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এ বার প্রকল্পের টাকা মঞ্জুর করা হোক (Modi Vs Mamata)। প্রসঙ্গত উল্লেখ্য, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা ও প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বদলে ‘বাংলা’ আবাস যোজনা ও ‘বাংলা’ গ্রাম সড়ক যোজনা করেছিল রাজ্য। এরপরই ক্ষুব্ধ হয়ে এই দু’টি প্রকল্পেও কেন্দ্র রাজ্যকে টাকা দেওয়া বন্ধ করেছিল। অগত্যা চাপের মুখে সম্প্রতি জেলায় জেলায় ফের ‘বাংলা’ মুছে ‘প্রধানমন্ত্রী’ লেখা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকে গিয়ে মুখ্যমন্ত্রী আজ প্রধানমন্ত্রীর হাতে এই সংক্রান্ত চিঠি তুলে দেন। তিনি দাবি করেছেন, ৩১ জুলাই পর্যন্ত হিসেব অনুযায়ী একশো দিনের কাজ, গ্রামীণ সড়ক ও আবাস যোজনার মতো বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রের কাছে রাজ্যের মোট ১ লক্ষ ৯৬৮ কোটি টাকা পাওনা।

    এর মধ্যে একশো দিনের কাজ, গ্রামীণ সড়ক ও আবাস যোজনার প্রকল্পে পাওনা রয়েছে প্রায় ১৭,৯৯৬ কোটি টাকা। তিন পৃষ্ঠার ওই চিঠিতে মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন, ‘এই প্রকল্পগুলিতে রাজ্য সরকার কেন্দ্রের সব নির্দেশিকা মানার পরও অর্থ মিলছে না। এরফলে প্রকল্প ব্যাবহত হচ্ছে। গ্রামের মানুষ সঙ্কটে পড়েছেন।’ জানা গিয়েছে, একশো দিনের কাজ, গ্রামীণ সড়ক ও আবাস যোজনার টাকা নিয়ে ১২ মে ও ৯ জুনও দু’বার প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মমতা। তার আগে রাজ্যের বকেয়া নিয়ে গত নভেম্বরেও চিঠি পাঠিয়েছিলেন। কিন্তু তাতে লাভ হয়নি ব এ অভিযোগ। উল্টে একশো দিনেরকাজে রাজ্যে গরমিল হচ্ছে বিজেপি প্রচারে নেমেছে। তৃণমূল এর পিছনে রাজনীতির অভিযোগ তুলেছে। বিজেপি নেতৃত্ব অবশ্য দাবি করেছে, তৃণমূলনেত্রী নিজেই রণে ভঙ্গ দিতে চাইছেন।

    Modi Vs Mamata নির্দেশিকা অনুযায়ী সব ব্যবস্থা নেওয়া হয়েছে, টাকা মঞ্জুরের দাবিতে মোদীকে চিঠি মমতার।

    MORE NEWS – প্রেসিডেন্সির সংশোধনাগারে প্রথম রাতে কেমন ব্যবহার পেলেন পার্থ।

    আমরা অনেকেই কথায় কথায় বলে থাকি, ‘কি ছিলাম আর কি হলাম!’ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বর্তমান পরিস্থিতি অন্তত তেমনটাই। ব্যাঙ্কশাল কোর্টের নির্দেশে আপাতত ১৪ দিন শ্রীঘরে কাটাতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে। জেল হেফাজত হতেই হতাশ হয়ে পড়েছেন তিনি। সেখানে সাধারণ বন্দির মতোই থাকছেন। প্রেসিডেন্সি জেলে (Presidency Jail) তাঁর ঠিকানা আপাতত পয়লা বাইশ নম্বর ওয়ার্ডের সেল টু। জানা যায়, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments