More
    HomeখবরMohonbagan divas মোহনবাগান দিবসের প্রস্তুতি তুঙ্গে।

    Mohonbagan divas মোহনবাগান দিবসের প্রস্তুতি তুঙ্গে।

    Today kolkata:- আর মাত্র ৭২ ঘণ্টার প্রতীক্ষার শেষে ফিরে আসছে সেই ২৯ জুলাই। যে ইতিহাস আজও অমর। ২৯ জুলাই মোহনবাগান দিবস (Mohanbagan divas)। প্রতি বছর এই দিনটি উদযাপন করেন কোটি কোটি সবুজ মেরুণ সমর্থক। তবে শুধু মোহনবাগান বা ভারতীয় ফুটবলই নয়, এই দিনটির সঙ্গে ভারতের স্বাধীনতা সংগ্রাম অঙ্গাঙ্গীভাবে জড়িত। সালটা ছিল ১৯১১। তার মাত্র ৬ বছর আগেলর্ড কার্জনের বঙ্গভঙ্গের প্রতিবাদে তখনও উত্তাল গোটা বাংলা৷ এই পরিস্থিতিতেই প্রথম ভারতীয় দল হিসাবে ব্রিটিশ দল ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়ে আইএফএ শিল্ড জয় করে মোহনবাগান। শিবদাস ভাদুড়ির নেতৃত্বে সবুজ মেরুণের সেই সাফল্য প্রভাব ফেলেছিল ভারতের স্বাধীনতা সংগ্রামেও। ওই সময় থেকে আজঽও এই দিনটিকে ‘মোহনবাগান দিবস’ হিসাবে উদযাপন করা হয়। প্রতিবছরের ন্যায় এ বছরও মোহনবাগান মাঠে আয়োজিত হতে চলেছে এই দিবস।

    যদি করোনা আবহে গত দুবছর অনুষ্ঠানে ভাটা পড়েছিল। ভার্চুয়ালি আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানের। তবে এবার স্বমহিমায় ফিরতে চলেছে মোহনবাগান দিবস। পূর্ণ জাঁকজমকের সঙ্গে পালিত হতে চলেছে এই দিনটি। মোহনবাগান দিবসে শ্যাম থাপার হাতে মোহনবাগান রত্ন তুলে দেওয়া হবে। এছাড়াও পুরস্কারের তালিকায় রয়েছেন বলাই দের নাম। মোহনবাগানের লাইফটাইম এচিভমেন্ট পুরস্কারে সম্মানিত হচ্ছেন বলাই দে। শ্রেষ্ঠ ক্রীড়া সাংবাদিক হিসাবে মতি নন্দী পুরস্কার পাবেন অশোক দাশগুপ্ত। সুভাষ ভৌমিকের নামাঙ্কিত পুরস্কার প্রাপক কিয়ান নাসিরি। বর্ষসেরা ফুটবলারের সম্মানকে শিবদাস ভাদুরির নামে নামঙ্কিত করা হয়েছে। ক্লাবের বর্ষসেরা পুরস্কার অর্থাৎ শিবদাস ভাদুরি পুরস্কার পাচ্ছেন লিস্টন কোলাসো। 

    Mohonbagan divas মোহনবাগান দিবসের প্রস্তুতি তুঙ্গে।

    Mamata Banerjee দ্রুত সত্য সামনে আসুক’’, পার্থ প্রসঙ্গে প্রকাশ্যে মুখ খুললেন মমতা।

    AIIMS Bhubaneswar পার্থকে নিয়ে ভুবনেশ্বর উড়ে গেল এয়ার অ্যাম্বুল্যান্সে, এইমস-এ স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা।

    দিল্লিতে আমন্ত্রণ পেয়ে খুশি রেয়ারডাডি লাকচার গাঁওতা সাংস্কৃতিক দল।

    MORE NEWS – Ramnath Kobind আপনার পরামর্শ নিতে আসব’, বিদায় লগ্নে মোদির চিঠি কোবিন্দকে।

    ২৪ জুলাই দেশের রাষ্ট্রপতি পদে শেষ দিন ছিল রামনাথ কোবিন্দের (Ramnath Kobind)৷ ওই দিনই রামনাথ কোবিন্দকে চিঠি লেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ রামনাথ কোবিন্দকে (Ramnath Kobind) লেখা চিঠির শুরুেতই তাঁর নীতিপরায়ণতা, সততা, সংবেদনশীলতা এবং রাষ্ট্রপতি পদে নিজের দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য প্রাক্তন রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়েছেন মোদি৷ প্রধানমন্ত্রী লিখেছেন, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments