More
    Homeরাজনৈতিকলক্ষ্য পঞ্চায়েত-লোকসভা নির্বাচন ,ম্যারাথন মিটিংয়ে রাজ্যে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী, আসছেন নাড্ডা।

    লক্ষ্য পঞ্চায়েত-লোকসভা নির্বাচন ,ম্যারাথন মিটিংয়ে রাজ্যে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী, আসছেন নাড্ডা।

    Today Kolkata:- লক্ষ্য পঞ্চায়েত-লোকসভা নির্বাচন ,ম্যারাথন মিটিংয়ে রাজ্যে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী (Prime Minister-Home Minister), রাজ্যে আসছেন নাড্ডা (JP Nadda)। উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গে সভা ও কর্মী সম্মেলন করবেন তারা। বিজেপি (BJP) সূত্রে খবর , চলতি মাসে বিজেপির প্রবাস কর্মসূচিতে যোগ দিতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদী (Narendra Modi)। রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)। রাজ্যে দলের প্রবাস কর্মসূচিতে অংশ নিয়ে ১৯ শে জানুয়ারি শিলিগুড়িতে (Siliguri) সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৭ জানুয়ারি রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুব্রতর (Anubrata Mondal) খাস তালুকে সভা করবেন শাহ (Amit Shah)।

    লক্ষ্য পঞ্চায়েত-লোকসভা নির্বাচন ,ম্যারাথন মিটিংয়ে রাজ্যে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী ,আসছেন নাড্ডা

    লক্ষ্য পঞ্চায়েত-লোকসভা নির্বাচন ,ম্যারাথন মিটিংয়ে রাজ্যে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী ,আসছেন নাড্ডা

    বীরভূৃমের (Birbhum) সিউড়ির পাশাপাশি হুগলীর (Hoogly) আরামবাগে সভা করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বীরভূমের সিউড়িতে অমিত শাহের (Amit Shah) সভার জন্য আজ সভার মাঠ পরিদর্শন করেছেন হুগলীর বিজেপি সাংসদ তথা বীরভূমের দায়িত্বপ্রাপ্ত লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। ৭ জানুয়ারি পূর্ব মেদিনীপুরের চন্ডীপুরে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) নিয়ে সভা ও সাংগঠনিক কর্মসূচি করবেন নাড্ডা (জেপি Nadda)। পরের দিন কলকাতায় জাতীয় গ্রন্থাগারে (National Library) দলের সাংগঠনিক প্রস্তুতি নিয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক।

    বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের রাজ্যে ঝাঁপিয়ে পড়াকে প্রকাশ্যে গুরুত্ব দিতে চাইছে না তৃণমূল (Trinamool Congress)। তৃণমূলের মুখপাত্র (Spoke Person) কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ”ওরা যত আসবে তত ভাল তৃণমূলের জন্য। ওদের দেখিয়ে কেন্দ্রের জনবিরোধী নীতিগুলো প্রচার করতে সুবিধা হবে আমাদের। পেট্রল ,ডিজেলের দাম বাড়ছে কেন ?বেকারত্ব বাড়ছে কেন ? রাজ্যের বকেয়া টাকা আটকে রাখার কথা বলবেন ?২০১৯ , ২০২১ এর আগেও নরেন্দ্র মোদী (Narendra Modi)-অমিত শাহরা (Amit Shah) এ রাজ্যে ডেইলি প্যাসেঞ্জারি করেছেন। রাজনৈতিক পর্যটন করতে আসছেন। ফল একই হবে। ”

    লক্ষ্য পঞ্চায়েত-লোকসভা নির্বাচন ,ম্যারাথন মিটিংয়ে রাজ্যে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী, আসছেন নাড্ডা।

    কুয়াশা ও শৈত্য প্রবাহের দাপটে জারি শীতের আমেজ, জানিয়েছে আবহাওয়া দপ্তর।

    বিজেপির কর্মসূচিকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দলীয় সংগঠনকে মাঠে নামতে নির্দেশ মমতা (Mamata Banerjee)-অভিষেকের (Abhishek Banerjee)। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee) রাজ্যের প্রকল্প নিয়ে আগামী ২ মাসের মধ্যে রাজ্যের ২ কোটি পরিবারের দুয়ারে যাবার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে ,কেন্দ্র ও রাজ্যের ১০০ নেতার তালিকা তৈরি করেছে বিজেপি। যাদের লক্ষ্য প্রত্যেকে ১০ টি করে অঞ্চলকে লোকসভা ভোটের (Loksova Election) জন্য তৈরি করা।তৃণমূল-বিজেপির (BJP) এই কর্মসূচিকে প্রচার সর্বস্ব আস্ফালন বলে মনে করছে সিপিএম (CPM)। একে আয়নায় মুখ দেখাদেখি রাজনীতির সঙ্গে তুলনা করে সিপিএমের দাবি ,ভোট দিতে পারলে মানুষ আসন্ন পঞ্চায়েতে এদের দুজনকে জবাব দেবে।”

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments