More
    Homeজাতীয়National Film Awards 2021: দাদাসাহেব ফালকে রজনীকান্ত, সেরা অভিনেতা মনোজ বাজেপেয়ী, ধনুশ

    National Film Awards 2021: দাদাসাহেব ফালকে রজনীকান্ত, সেরা অভিনেতা মনোজ বাজেপেয়ী, ধনুশ

    দিল্লির বিজ্ঞানভবনে আজ অনুষ্ঠিত হল ৬৭তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস। অনুষ্ঠানে পুরস্কার প্রাপকদের হাতে পুরস্কার তুলে দিলেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। ৫১তম দাদাসাহেব ফালকে পুরস্কারে পুরস্কৃত হন দক্ষিণী মেগাস্টার রজনীকান্ত। সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পান মনোজ বাজেপেয়ী, ধনুশ। সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পান কঙ্গনা রানাওয়াত।

     

    করোনার কারণে এক বছর পিছিয়ে যাওয়ার পর গত মার্চে ঘোষিত হয়েছিল বিজয়ীদের নাম। ‘ভোঁসলে’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে মনোজ বাজপেয়ী এবং তামিল ছবি ‘অসুরণ’- এ অভিনয়ের জন্য ধনুশ সেরা অভিনেতা হিসেবে এদিন পুরস্কার পান। ‘মণিকর্ণিকা’ এবং ‘পাঙ্গা’র জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পান কঙ্গনা

    এক ঝলকে দেখে নিন জাতীয় পুরস্কার প্রাপকদের তালিকা-

     

    ১. সেরা বাংলা ছবি– গুমনামী

     

    ২. সেরা হিন্দি ছবি – ছিছোরে (সুশান্ত সিং রাজপুত অভিনীত শেষ ছবি)

     

    ৩. সেরা অভিনেতা– মনোজ বাজপেয়ী (ভোঁসলে ছবির জন্য-হিন্দি) ও ধনুশ (অসুরণ ছবির জন্য- তামিল)

     

    ৪. সেরা অভিনেত্রী– কঙ্গনা রানাওয়াত (মণিকর্ণিকা ও পাঙ্গা ছবির জন্য)

     

    ৫. সেরা সহ অভিনেতা– বিজয় সেতুপতি (সুপার ডিলাক্স- তামিল)

     

    ৬. সেরা সহ অভিনেত্রী- পল্লবী জোশি(দ্য তশখন্ত ফাইল- হিন্দি)

     

    ৭. সেরা সংগীত পরিচালনা- প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় (জ্যেষ্ঠপুত্র

    ৮. সেরা পরিচালক- সঞ্জয় পুরাণ সিংহ চৌহান (বাহাত্তর হুরায়ে)

    ৯. পরিচালক হিসেবে সেরা ডেবিউ ছবি- হেলেন-র জন্য মাথুকুট্টি জেভিয়ার (মলয়লম)

    ১০. সেরা পরিচালনা- সুধাংশু সারিয়া (নক নক নক)

    ১১. সেরা মৌলিক চিত্রনাট্য- কৌশিক গঙ্গোপাধ্যায় (জ্যেষ্ঠপুত্র)

    ১২. কাহিনি অবলম্বনে রচিত সেরা চিত্রনাট্য- সৃজিত মুখোপাধ্যায় (গুমনামী)

    ১৩. সেরা শিশু শিল্পী- নাগা বিশাল (কেডি’র জন্য- তামিল)

    ১৪. সেরা প্রচারমূলক ছবি- বৌদ্ধায়ণ মুখোপাধ্যায় (দ্য শাওয়ার)

    ১৫. সেরা সংগীত পরিচালনা- বিশাখজ্যোতি (ক্রান্তি দর্শী গুরুজি- অ্যাহেড অফ টাইমস)

    ১৬. সেরা সিনেম্যাটোগ্রাফি- জাল্লিকাট্টু

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments