More
    Homeজাতীয়NEET UG 2021 সূচী ঘোষিত, জানুন বিস্তারিত

    NEET UG 2021 সূচী ঘোষিত, জানুন বিস্তারিত

    ডাক্তারির প্রবেশিকার জন্য নিট পরীক্ষা (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট) বা NEET UG 2021 এ বছর ১ অগাস্ট অয়োজিত হতে চলেছে । একটি বিজ্ঞপ্তি জারি করে স্নাতক স্তরে ভর্তির পরীক্ষার দিন জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি । এ বছর কম্পিউটারে নয়, খাতায়-কলমে হবে নিট পরীক্ষা । ntaneet.nic.in ওয়েবসাইট থেকে পরীক্ষা সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি জানা যাবে । যেমন, পরীক্ষার ফি, পরীক্ষার সিলেবাস, আসল সংরক্ষণ, কতগুলি আসন রয়েছে, কোন শ্রেণির জন্য কত আসন, কোন শহরে পরীক্ষা…ইত্যাদি ।MBBS, BDS, BAMS, BSMS, BUMS ও BHMS কোর্সের জন্য পরীক্ষা নেওয়া হয় নিটের মাধ্যমে। ইংলিশ ও হিন্দি সহ মোট ১১ ভাষাতে নেওয়া হবে পরীক্ষা। সর্বশেষ তথ্য পেতে nta.ac.in ও ntaneet.nic.in ওয়েবসাইটগুলি সবসময় নজরে রাখতে হবে ।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments