More
    HomeখবরNiraj Chopra বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জিতলেন নীরজ চোপড়া।

    Niraj Chopra বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জিতলেন নীরজ চোপড়া।

    Today Kolkata:- ফের বিশ্বজয়! নীরজ চোপড়াকে (Niraj Chopra) নিয়ে দেশের মানুষ নতুন করে পদক জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জিতলেন নীরজ (Niraj Chopra)। ওরেগনে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে রুপো জিতেলেন ভারতের গর্ব নীরজ চোপড়া! ৮৮.১৩ মিটার জ্যাভলিন নিক্ষেপ করে চতুর্থবারের চেষ্টায় রুপোর পদক ঝুলিতে এল নীরজের। অন্যদিকে, ৯০.৫৪ মিটারের সেরা থ্রো করে সোনা জিতেছেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স। পিটার্স প্রথমবার ৯০.২১ মিটার এবং দ্বিতীয় প্রচেষ্টায় ৯০.৪৬মি থ্রো করেন। তবে ষষ্ঠ প্রচেষ্টায় সেরা থ্রো করেন তিনি। ৮৮.০৯ মিটার থ্রো করে ব্রোঞ্জ জিতেছেন চেক প্রজাতন্ত্রের জ্যাকুব ভাদলেজ।
    উল্লেখ্য, ২০০৩ সালে ব্রোঞ্জ জিতেছিলেন লং জাম্পার অঞ্জু ববি জর্জ।

    তারপরে নীরজ চোপড়াই বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় ভারতীয় এবং প্রথম পুরুষ হিসেবে পদক জয় করলে নজির গড়লেন। শুরুতেই তিনি ফাউল করে বসেন। তবে দ্বিতীয় পর্বে ৮২.৩৯ মিটার থ্রো করেন। দ্বিতীয় রাউন্ড শেষে ছিলেন পঞ্চম স্থানে। তৃতীয় পর্বে ৮৬.৩৭ মিটার থ্রো করেন। নিজের অবস্থান চতুর্থ স্থানে। চতুর্থ রাউন্ডে আচমকাই ঘুরে যান নীরজ। ৮৮.১৩ মিটার থ্রো করে একেবারেই দ্বিতীয় স্থানে। পঞ্চম বারে ফের ফাউল। শেষমেশ রৌপ্য পদক ঝুলিতে ভরেন তিনি। গত বছর টোকিও অলিম্পিকে ভারতীয় অ্যাথলেটিক্সে প্রথম সোনা জিতেছিলেন। ২০০৮ বেইজিং গেমসে শুটার অভিনব বিন্দ্রার পরে তিনিই দ্বিতীয় ভারতীয় হিসেবে সোনা জয় করেন।

    Niraj Chopra বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জিতলেন নীরজ চোপড়া।

    President Droupadi Murmu রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শপথ অনুষ্ঠানে থাকছেন বাংলার ২৭ আদিবাসী শিল্পী।

    Malda zilla জায়গা দখলকে কেন্দ্র করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা অভিযোগ আত্মীয়র বিরুদ্ধে।

    MORE NEWS – পার্থকে ২ দিনের ইডি হেফাজতের নির্দেশ আদালতের৷

    শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ২ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিল আদালত (Bankshall Court)। শনিবার এই নির্দেশ দেয় ব্যাঙ্কশাল আদালত। তাঁর বিরুদ্ধে আর্থিক তছরূপ, প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ এনেছে ইডি। মূলত অবৈধভাবে পাওয়া টাকা বৈধ আয় হিসেবে দেখানোর অভিযোগ আনা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে৷ জানা গিয়েছে, তৃণমূলের এই শীর্ষ নেতাকে ১৪ দিনের জন্য নিজেদের হেফাজতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments