More
    Homeঅনান্যNokia ট্যাবলেট বাজারে জমি শক্ত করতে মরিয়া Nokia, স্মার্টফোনের পর এবার ট্যাব...

    Nokia ট্যাবলেট বাজারে জমি শক্ত করতে মরিয়া Nokia, স্মার্টফোনের পর এবার ট্যাব লঞ্চ করছে ফিনল্যান্ডের সংস্থা।

    Today Kolkata:- স্মার্টফোন লঞ্চের পরে এবার ট্যাবলেট বাজারে জমি শক্ত করতে মরিয়া Nokia। 2021 সালে লঞ্চ হয়েছিল Nokia T20। সেই ট্যাবলেটের উত্তরসূরি নিয়ে হাজির ফিনল্যান্ডের (Finland) জনপ্রিয় স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাটি। সপ্তাহের শুরুতেই ভারতে লঞ্চ হল Nokia T21। 2022 সালের সেপ্টেম্বরে বিশ্ব বাজারে এই মডেল লঞ্চ হলেও ভারতে এল নতুন ট্যাবলেট। ফিনল্যান্ডের সংস্থাটি জানিয়েছে , এই ট্যাবলেট তৈরির সময় বিল্ড কোয়ালিটির দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। রয়েছে অ্যালুমিনিয়াম বডি। যা দীর্ঘদিন চলবে। লম্বা ব্যাক আপের এই ট্যাবলেটটি একদিকে হালকা, তেমনই পাতলা। ওজন মাত্র 466 গ্রাম।

    এছাড়া কোম্পানির দাবি এক চার্জে 3 দিন চলবে এই ট্যাবলেট। কোম্পানির দাবি , কোনও ভাঁওতা নয়, রোজকার ব্যবহারে এই ব্যাক আপ মিলবে। রয়েছে একটি 8,200 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 18 W ফাস্ট চার্জিং সাপোর্ট (First Charging Support)। এই ট্যাবলেটে Unisoc Tiger T612 চিপসেট দিয়েছে Nokia। পাবেন NFC সাপোর্ট। রয়েছে সেকেন্ড স্ক্রিন ফিচার। এই ফিচার ব্যবহার করে Windows PC স্ক্রিন এক্সপ্যান্ড ও কন্ট্রোল করা যাবে। এই ট্যাবলেটে অ্যান্ড্রয়েড এন্টার প্রাইজ রেকমেন্ডেড সার্টিফিকেশন রয়েছে। Nokia T21 – এ রয়েছে 10.4 ইঞ্চি IPS LCD ডিসপ্লে (Display)। এই ডিসপ্লেতে 2K রেজোলিউশন থাকছে। চলবে Android 12 অপারেটিং সিস্টেম।

    Nokia ট্যাবলেট বাজারে জমি শক্ত করতে মরিয়া Nokia, স্মার্টফোনের পর এবার ট্যাব লঞ্চ করছে ফিনল্যান্ডের সংস্থা।

    Apps বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়াতে ইচ্ছুক অ্যাপে ১ কোটি User’s এর মধ্যে ২০ লাখ ভারতীয়।

    তবে আগামী 2 বছর এই ট্যাবলেটে সফটওয়্যার আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে Nokia। Android 14 পর্যন্ত আপডেট পাবেন Nokia T21 গ্রাহকরা। নিয়মিত এই ট্যাবলেটে অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট (Android Security Update) পাঠাবে Nokia। বাড়িতে ব্যবহারের সঙ্গেই অফিসে ব্যবহারকারীদের কথা মাথায় রেখে লঞ্চ হয়েছে Nokia T21। রয়েছে গুচ্ছের এন্টারপ্রাইজ ফিচার। 17 জানুয়ারি থেকে Nokia.com ওয়েবসাইট থেকে Nokia T21 বুকিং শুরু হচ্ছে। প্রি-বুকিং করলে মিলছে 1,000 টাকা ডিসকাউন্ট। 1,999 টাকা দামের ফ্লিপ কভার ফ্রি দেবে Nokia। এই ট্যাবলেটের WiFi ভেরিয়েন্টের দাম 17,999 টাকা। অন্যদিকে LTE + WiFi ভেরিয়েন্টে এই ট্যাবলেট কিনতে খরচ হবে 18,999 টাকা। 22 জানুয়ারি থেকে অনলাইন ও অফলাইন রিটেল স্টোরে (Retail Store) এই ট্যাবলেট বিক্রি শুরু হবে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments