More
    Homeতথ্য প্রযুক্তিoint Entrance Exam 2021: প্রকাশিত হল এ রাজ্যের জয়েন্টের ফল, পাশের হার...

    oint Entrance Exam 2021: প্রকাশিত হল এ রাজ্যের জয়েন্টের ফল, পাশের হার ৯৯ শতাংশ

    প্রকাশতি হল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল। পরীক্ষার ২০ দিনের মাথায় পরীক্ষার ফল প্রকাশিত হল। এদিন সাড়ে তিনটে থেকে মিলবে ব়্য়াঙ্ক কার্ড। এবছর পরীক্ষার জন্য ৯২, ৯৯৫ নাম নথিভুক্ত করে। ৬৫, ১৭০ জন পরীক্ষায় বসেন। পাশের হার ৯৯.৫ শতাংশ।

    ১৭ জুলাই পরীক্ষা হওয়ার ঠিক ২০ দিনের মাথায় ফল প্রকাশিত। শুক্রবার দুপুর আড়াইটেয় জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে একটি সাংবাদিক বৈঠকে জয়েন্টের ফল ঘোষণা করা হয়। একই সঙ্গে জয়েন্ট এন্ট্রান্স কর্তৃপক্ষের তরফে জানানো হয় ১৩ আগস্ট থেকে শুরু হবে কাউন্সেলিং। উত্তীর্ণদের কাউন্সেলিং পুস্তিকা ভাল করে পরে দেখার নির্দেশ দিয়ে বলা হয় কাউন্সেলিংয়ের জন্য রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক।

    পরীক্ষার্থীরা অবশ্য ফল জানতে পারবেন দুপুর সাড়ে ৩টে থেকে। বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ‘Rank card of WBJEE-2021’— নামক ফাইলটি ডাউনলোড করতে হবে। তার মধ্যেই থাকবে জয়েন্টের রেজাল্ট।পরীক্ষার্থীদের জন্য দু’টি ওয়েবসাইট খোলা হয়েছে— wbjeeb.nic.in এবং wbjeeb.in। এই দু’টি ওয়েবসাইটের যে কোনও একটিতে ঢুকে পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন বলে জানিয়েছে বোর্ড।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments