More
    Homeঅনান্যOnline fraud অনলাইন প্রতারণার শিকার খোদ পুলিশকর্মী! খোয়ালেন ২ লক্ষ টাকা।

    Online fraud অনলাইন প্রতারণার শিকার খোদ পুলিশকর্মী! খোয়ালেন ২ লক্ষ টাকা।

    Today Kolkata:- মাঝেমধ্যে অনলাইন প্রতারণা (Online fraud) শিকারের ঘটনা সংবাদ শিরোনামে উঠে আসে। প্রশাসনের তরফে বারবার সাবধান করা হয় সাধারন মানুষকে। এবার প্রতারকদের ফাঁদে পা দিলেন পুলিশ কর্মী। অনলাইনে ইলেকট্রিক বিল পেমেন্ট করার জন্য মোবাইলে আহ্বান। এরপর প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করিয়ে ডেবিট কার্ড থেকে দু’ লক্ষাধিক টাকা হাওয়া। প্রতারণার শিকার হলেন পুরুলিয়ারা জেলাশাসককের দেহরক্ষী এ এস আই নিরপেন্দু বিকাশ মন্ডল। খোদ পুলিশ আধিকারিকই যেভাবে ‘বোকা’ বনে গেলেন, তাতে তাজ্জব এই ঘটনার তদন্তকারীরা। জানা গিয়েছে, ঘটনাটি ঘটে ১৫ জুলাই। টামনা থানায় ২২ জুলাই এই অভিযোগ করা হয়। ওই দেহরক্ষীর অভিযোগের ভিত্তিতে এই ঘটনার তদন্ত শুরু হয়।

    পুরুলিয়া সাইবার ক্রাইম থানার সাহায্য নিয়ে কাজ শুরু করে টামনার পুলিশ সুপার এস সেলভামুরুগন। তিনি বলেন, ঘটনার তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, অতীতে এই জেলায় এইভাবে সাইবার ক্রাইমে একাধিক ব্যাক্তির কাছ থেকে কোটি কোটি টাকা প্রতারণা হয়েছে। বেশ কিছু ঘটনার কিনারা হয়েছে। সাধারণ মানুষকে সাবধান করতে বিভিন্ন ব্যাংক কর্তৃপক্ষের আবেদন-সহ তারা ধারাবাহিকভাবে প্রচার করছে। বলা হচ্ছে এরকম ফোন কলে কোনওক্রম সাড়া না দেওয়া। কিন্তু তারপরও মানুষজনের অসচেতনতার ছবি দেখা যাচ্ছে।

    Online fraud অনলাইন প্রতারণার শিকার খোদ পুলিশকর্মী! খোয়ালেন ২ লক্ষ টাকা।

    AIIMS Bhubaneswar পার্থকে নিয়ে ভুবনেশ্বর উড়ে গেল এয়ার অ্যাম্বুল্যান্সে, এইমস-এ স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা।

    SSC Corruption এসএসসি দুর্নীতির টাকা হাওয়ালার মাধ্যমে বাংলাদেশে পাচার! টেক্সটাইল কোম্পানিকে নোটিশ ইডির।

    President election নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী, মমতাকে পালটা ‘দিদি’ বলে ধন্যবাদ দ্রৌপদীর।

    Directorate of Enforcement রাজ্যের দুই মন্ত্রীর বাড়ি-সহ একাধিক জায়গায় আচমকা ইডি’র হানা।

    MORE NEWS – বহরমপুর থানায় ভয়াবহ বিস্ফোরণ, এসআই-সহ জখম ৩।

    আচমকাই জোরাল বিস্ফোরণে কেঁপে উঠল থানা। বিস্ফোরণের জেরে জখম হয়েছেন এক এসআই-সহ ৩ জন। মোবাইল টাওয়ারের ব্যাটারি থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। সোমবার বেলা সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটে মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার (Baharampur Thana) দোতলায় মালখানার বাইরে। আহত পুলিশ কর্মীদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় আহত হয়েছেন এসআই কৃষ্ণেন্দু গোস্বামী-সহ দুই কনস্টেবল। কিন্ত থানার ভিতরে কীভাবে ঘটল এই বিস্ফোরণ? CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments