More
    HomeখবরPanchayat election পঞ্চায়েত তৃণমূলই জিতবে, জেলবন্দি পার্থর ভবিষ্যৎবাণী।

    Panchayat election পঞ্চায়েত তৃণমূলই জিতবে, জেলবন্দি পার্থর ভবিষ্যৎবাণী।

    Today Kolkata:- আসন্ন পঞ্চায়েত নির্বাচনে (Panchayat election) তৃণমূলই জিতবে। এই ভবিষ্যৎবানী করেছেন নিয়োগ দুর্নীতির তদন্তে ধৃত তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব ও রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আসা হয় আলিপুর আদালতে। এদিন আদালতে আরও একবার বার্তা দিলেন পার্থ। পঞ্চায়েত ভোট প্রসঙ্গে তিনি দাবি করেন, এবারের পঞ্চায়েত ভোটে জয়ী হবে তৃণমূলই। রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তাঁর নাম জড়ানোর পরই পার্থর বিষয়ে কড়া পদক্ষেপ শুরু করে তৃণমূল।

    ফের জামিনের আবেদন খারিজ পার্থ-সহ সাতজনের

    প্রথমেই দলের মহাসচিব পদ থেকে তাঁকে অপসারিত করা হয়। এমনকী, বিতর্ক এড়াতে মহাসচিব পদটাই তুলে দেওয়া হয়। দলের পদ থেকে অপসারণ করা হলেও জেলবন্দী প্রাক্তন মহাসচিব যে দলের পাশেই আছেন, এদিন সেই বার্তা দিলেন তিনি। তবে পার্থর এই সার্টিফিকেটে দল কি স্বস্তিতে না অস্বস্তিতে পড়েছে ? উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে জেলে রয়েছেন। বিপুল কালো টাকা ও সম্পত্তি উদ্ধার হয় পার্থর বান্ধবী অর্পিতার ফ্ল্যাট থেকে। তার পর থেকে জেলেই দিন কাটছে তাঁদের।

    Panchayat election পঞ্চায়েত তৃণমূলই জিতবে, জেলবন্দি পার্থর ভবিষ্যৎবাণী।

    MORE NEWS – মমতার ‘সৌজন্য’ বোঝাতে পুস্তিকা প্রকাশ করলেন শুভেন্দু!

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর শুক্রবারের সৌজন্য সাক্ষাতের চর্চা এখনও শেষ হয়নি রাজনৈতিক মহলে। এই আবহেই বই প্রকাশ করে মমতাকে তীব্র কটাক্ষ করলেন শুভেন্দু। ব্যাঙ্গাত্বক সুরে তিনি জানান, এখনও পর্যন্ত গত দেড় বছরে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে উপহার দিয়েছেন ৩৪টি মিথ্যা মামলা। এই সবকিছুই লিপিবদ্ধ করা হয়েছে। বইতে। কী নাম বইয়ের? কী আছে এতে? বইয়ের নাম ১৯৫৬। ইংরেজি, হিন্দি ও বাংলায় ভাষায় বইটি প্রকাশ করা হয়েছে। CONTINUE READING

    MORE NEWS – কেন শীতবস্ত্র বিডিও অফিসে?’ ভাষণ থামিয়ে মঞ্চে বসে রইলেন ক্ষুব্ধ মমতা।

    ‘যতক্ষণ না পর্যন্ত শীতবস্ত্র আনা হচ্ছে ততক্ষণ আমি মঞ্চে বসে থাকব“। মঙ্গলবার হিঙ্গলগঞ্জের সভা থেকেই প্রশাসনিক আধিকারিকদের তীব্র ভর্ৎসনা করেন রণংদেহি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীতকালে অঞ্চলের মানুষদের ১৫ হাজার শীতবস্ত্র হিঙ্গলগঞ্জে নিয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সরকারি অনুষ্ঠান শুরু হওয়ার পরে মুখ্যমন্ত্রী সেই শীতবস্ত্র দেওয়ার উদ্যোগ নেন। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments