More
    HomeখবরPanchayet Election পঞ্চায়েত নির্বাচনের আগে নিজের টাকায় ১২ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তার...

    Panchayet Election পঞ্চায়েত নির্বাচনের আগে নিজের টাকায় ১২ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তার নির্মাণ ও সংস্কার রাজ্যের।

    Today Kolkata:- পঞ্চায়েত নির্বাচনের (Panchayet Election) আগে রাজ্য নিজের টাকায় ১২ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তার নির্মাণ ও সংস্কার করতে চলেছে। রাজনৈতিক মহলের মতে পঞ্চায়েত নির্বাচনের (Panchayet Election) আগে এই ১২ হাজার কিলোমিটার নতুন রাস্তা নির্মাণ ও সংস্কারকেই অন্যতম প্রচারের হাতিয়ার করতে পারে। রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজের বিভিন্ন গ্রামে গ্রামে ব্লকে ব্লকে কীভাবে প্রচার করতে হবে তার জন্য সাত দফা কৌশল তৈরি করে দিল নবান্ন (Nabanna)।


    (১) বিভিন্ন কর্মস্থলে ইনফরমেশন বোর্ড তৈরি করে লাগাতে হবে। অর্থাৎ গ্রামীণ রাস্তা যে তৈরি হচ্ছে বিভিন্ন জেলায় জেলায় তা জানিয়ে বিভিন্ন কর্মস্থলে তথ্যভিত্তিক এই বোর্ডগুলি লাগাতে হবে।

    (২) জেলাশাসকের অফিস, মহকুমাশাসক, ব্লক স্তরে এবং গ্রাম পঞ্চায়েতের হেডকোয়ার্টার গুলিতে বিভিন্ন ধরনের হোর্ডিং লাগাতে হবে।যে রাস্তা গুলি নির্মাণ হচ্ছে তার তথ্য নিয়ে এই হোর্ডিং গুলি লাগাতে হবে।

    (৩)গ্রামীণ রাস্তায় নির্মাণ ও সংস্কারের কাজের তথ্য জানিয়ে গোটা জেলা জুড়ে মাইকিং করতে হবে।

    (৪) গোটা জেলাজুড়ে লিফলেট বিলি করতে হবে। গ্রামীণ রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজের কথা জানিয়ে বিভিন্ন ধরনের কালারফুল ট্যাবলো দিয়ে বিভিন্ন রুট ধরে প্রচার করতে হবে।

    (৫) জেলাশাসক এসডিও বিডিও গ্রাম পঞ্চায়েতের অফিস গুলিতে কোন কোন রাস্তা তৈরি হচ্ছে এবং সংস্কার হচ্ছে তার তালিকা দিয়ে দিতে হবে যাতে যে কোনও সাধারণ মানুষ তা দেখতে পান।

    (৬) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলিকে ব্যবহার করে এর প্রচার করতে হবে।

    (৭) বিভিন্ন কেবিল বা লোকাল টিভি চ্যানেলগুলির মাধ্যমেও এর প্রচার করতে হবে।

    Panchayet Election পঞ্চায়েত নির্বাচনের আগে নিজের টাকায় ১২ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তার নির্মাণ ও সংস্কার রাজ্যের।

    PM Modi ‘মোদী তেরি কবর খোদেঙ্গে’ – কংগ্রেসকে মোক্ষম জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    এর জন্য ইতিমধ্যেই রাজ্য পঞ্চায়েত দফতরের (Panchayet Department) তরফে বিভিন্ন জেলাগুলিকে লোগো দিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে গ্রামীণ রাস্তার নির্মাণ ও সংস্কারকে প্রচারের মাধ্যমে গ্রামের মানুষের দুয়ারে পৌঁছে দিতে চাইছে নবান্ন। মুখ্য সচিব (Chief Secretary) ও একাধিকবার এই গ্রামীণ রাস্তা নির্মাণ ও সংস্কার কার্য নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন। ৩০ মার্চের মধ্যেই এই কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments