More
    HomeকলকাতাPartha Chatterjee : পার্থ চট্টোপাধ্যায়ের ‘পরিচিত’ অর্পিতার বাড়ি থেকে উদ্ধার ২০ কোটি...

    Partha Chatterjee : পার্থ চট্টোপাধ্যায়ের ‘পরিচিত’ অর্পিতার বাড়ি থেকে উদ্ধার ২০ কোটি টাকা

    Partha Chatterjee  শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে কয়েক কোটি টাকা উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে অর্পিতা মুখোপাধ্যায় নামে এক মডেলারের দক্ষিণ কলকাতার একটি অভিজাত আবাসনের ফ্ল্যাট থেকে অন্তত ২০ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। এমনটাই দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ই ডি)।

    কেন্দ্রীয় সংস্থার দাবি, অর্পিতা মুখোপাধ্যায় হল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পরিচিত। নগদ টাকার পাশাপাশি ফ্ল্যাট থেকে ২০টি দামী মোবাইলও উদ্ধার করা হয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে এদিন সকালে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে নাকতলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়ি সহ মোট ১৩ জায়গায় হানা দেয় ইডি। তার মধ্যে ছিল দক্ষিণ কলকাতার অভিজাত আবাসন ডায়মন্ড সিটিতে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট।

    সেখানে তল্লাশি চালাতে গিয়েই চক্ষু চড়কগাছ ইডি আধিকারিকদের। ছোট ছোট প্যাকেটে দুই হাজার আর ৫০০ টাকার নোট। এইরকম কয়েকশো প্যাকেট মেলে। আর সেগুলি খুলতেই টাকার পাহাড় জমে যায়। এই বিপুল পরিমাণ টাকা গুনতে ব্যাঙ্ক থেকে নিয়ে আসা হয় টাকা গোনার তিনটি মেশিন। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৯ কোটির বেশি টাকা গোনা হয়েছে। আরও প্রচুর টাকা গোনা বাকি।

    Partha Chatterjee : পার্থ চট্টোপাধ্যায়ের ‘পরিচিত’ অর্পিতার বাড়ি থেকে উদ্ধার ২০ কোটি টাকা

    বিশিষ্ট সমাজসেবক অশ্বিনী কুমার সিংহ মহাশয় বঞ্চিত শিক্ষক-শিক্ষিকা পদপ্রার্থীদের সমর্থনে ধর্ণায় বসেছেন।

    শহীদ দিবস উপলক্ষে ধর্মতলা চলো অভিযান কে সফল করতে একটি বিশাল মিছিল এর আয়োজন করা হয়।

    পশ্চিম মেদিনীপুর জেলা কালেক্টরেট সংগঠন দপ্তরে আগামী একুশে জুলাই ধর্মতলা চলো কর্মসূচির বিষয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

    পশ্চিম মেদিনীপুর জেলা কালেক্টরেট সংগঠন দপ্তরে আগামী একুশে জুলাই ধর্মতলা চলো কর্মসূচির বিষয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

    হাওড়া সিটি পুলিশের অধীনে বালি ট্রাফিক আই সি কল্যাণ চক্রবর্তীর উদ্যোগে বালি রবীন্দ্র ভবনে রক্তদান শিবির।

    ইডির তরফে জানা গিয়েছে, যার বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার হয়েছে সেই অর্পিতা মুখোপাধ্যায় একজন উঠতি মডেল। প্রাক্তন শিক্ষামন্ত্রী দক্ষিণ কলকাতার যে পুজো কমিটির প্রধান পৃষ্ঠপোষক সেই পুজো কমিটির অন্যতম মডেলও ছিলেন। নগদ টাকা ছাড়াও মার্কিন ডলার সহ বিদেশি মুদ্রা ও প্রচুর সোনার গয়নাও উদ্ধার হয়েছে। এই ঘটনায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর অস্বস্তি অনেকটাই বাড়ল বলে অনুমান রাজনৈতিক পর্যবেক্ষকদের।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments